জবর খবর বাংলা

বেলা ৩ তের সময় একে একে ৫ টি রাফেল মাটি ছুঁতেই ওয়াটার স্যালুট দিল আম্বালা ।


ফ্রান্স থেকে ভারতে আসার রাস্তাটা খুব একটা পরিষ্কার ছিল না । অনেক চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে কাল ৫ টি রফাল ল্যান্ড করলো ভারতের ভূমিতে । 

গুজরাটের আকাশপথে ঢুকতেই এসকর্ট হিসেবে দুটি সুখোই-৩০ বিমান ৫ টি রফালের দুদিকে চলে যায় । বেলা ৩ তের সময় একে একে ৫ টি রাফেল মাটি ছুঁতেই ওয়াটার স্যালুট দিল আম্বালা । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করলেন, "বার্ডস হ্যাভ ল্যান্ডেড" । 


পাঁচটি রাফলের মধ্যে দুটি দুই আসনের প্রশিক্ষণ বিমান । এবং বাকি তিনটি এক আসনের যুদ্ধবিমান । বায়ুসেনার মিগ এর মত "উড়ন্ত কফিন" এর কালো যুগের শেষে নতুন যুগের শুরু । তেমনই দাবি মোদী সরকারের । যদিও কাল থেকেই রাফেল বায়ুসেনার সাথে যুক্ত হচ্ছে না । পাঁচটি রাফালের আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি  হবে আগস্টে, স্বাধীনতা দিবসের পর । সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাজির থাকবেন ।
প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য, ‘‘বায়ুসেনার নতুন ক্ষমতায় কেউ চিন্তিত হলে তারাই হবে, যারা আমাদের ভৌগোলিক অখণ্ডতা ধ্বংস করতে চায়।’’

Post a Comment

Previous Post Next Post