জবর খবর বাংলা

গোটা রাজ্য জুরে আজ থেকে শুরু সাপ্তাহিক লকডাউন। লকডাউনের প্রথম দিনে, কতটা সচেতন সাধারন মানুষ? কতটা তৎপর প্রসাসন? কতটা মানা হছে লকডাউন।  


নিজস্ব প্রতিবেদন -
পশ্চিমবঙ্গে এখন থেকে সপ্তাহে দুই দিন করে সম্পূর্ণ লকডাউন হবে বৃহস্পতিবার ও শনিবার এমনটাই জানান সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায়। সেই মতো প্রথম দিনের লকডাউন শুরু হয়েছে আজ, শনিবার পালিত হবে দ্বিতীয় ধাপের লকডাউন। পরের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন । স্বরাষ্ট্রসচিব আরও জানিয়েছেন যে আগামী সপ্তাহে ফের পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

কোলকাতা সহ জেলার বেশ কিছু জায়গায় শুরু হয়েছে গোষ্ঠী সক্রমন এমনটাই মনে করছে স্বাস্থ্য মহলের একাংশ সেই কারনেই গোটা রাজ্য জুরে আবার এই লকডাউন ।

কোভিড হাসপাতাল ও সেফ হোমের সংখ্যা বাড়ানো হছে, উপসর্গহীন হলে হোম আইসোলেশন ও সেফ হোমে রাখা হবে।

" দেখে নিন জেলার প্রথম দিনের লকডাউনের কিছু ছবি "





ফলো করুন আমাদের অফিসিয়াল টুইটার প্রোফাইল @BanglaJK


Post a Comment

Previous Post Next Post