জবর খবর বাংলা


লাল্টু ভট্টাচার্য্য , নদীয়া :
2 সেপ্টেম্বর , বুধবার ,2020 শান্তিপুর শহর অন্তর্গত গোধূলি লজে একটি কর্মিসভার আয়োজন করেন শান্তিপুর শহর বিজেপির কর্মকর্তারা | উক্ত সভায় উপস্থিত ছিলেন শান্তিপুর শহর বিজেপির কর্মকর্তা বিপ্লব কর , রানাঘাট কেন্দ্রের সাংসদ শ্রী জগন্নাথ সরকার এবং নদিয়া জেলার বিজেপির বেশ কিছু কর্মকর্তা |

সূত্রের খবর শান্তিপুর শহরের 3, 4, 5, 6, 7, 8, এবং 15 ও 16 নাম্বার ওয়ার্ড থেকে বেশ কিছু সিপিআই এম কর্মী সরাসরি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে | সি পি আই এম থেকে আসা কর্মীদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেয়া হয় |


এক কথায় বামপন্থী সংগঠন তাদের গুরুত্ব হারাচ্ছে , ভোট এগিয়ে আসতেই ক্রমশ আলগা হচ্ছে তাদের নিচু তলার কর্মী সমর্থকদের সংগঠনের ভীত | বেশ কিছুদিন ধরেই একদিকে যেমন বিজেপির জনসভা থেকে কর্মিসভার ভিড় ও গুরুত্ব বাড়ছে অন্যদিকে ; অন্যদিকে বামপন্থী সংগঠনগুলির মিটিং মিছিলে যথেষ্ট হারে কমছে কর্মী সমর্থকের সংখ্যা | এইভাবে বামেরা  ক্ষয়িষ্ণু হয়ে সত্যিই কি জনতা পার্টির শক্তি বৃদ্ধির নেপথ্যে অনুঘটকের কাজ করছে ? না কি বামেরা বিজেপিকে সম্মুখ সমরে রেখে তাদের পায়ের তলার মাটি পুনরায় শক্ত করতে চাইছে ? যদিও রাজনীতির নৈতিকতা বলছে বিজেপি আস্তিক , ও বামেরা নাস্তিক | যদি সেটাই হয় তাহলে পারস্পরিক মিলবন্ধন ঘটছে কিভাবে ও কোন নীতি আদর্শের জায়গা থেকে ? তাহলে  রাজনৈতিক দলগুলি তাদের নীতি আদর্শ কি বিসর্জন দিলো ? বিজেপির সংগঠন বাঁচাতেই বা বামেরা এতো মরিয়া কি কারণে ? অনেকগুলি ' কিন্তু , যদি , হয়তো , নয়তো ' ইত্যাদি শব্দগুলির সাথে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে |

















নদীয়া থেকে লাল্টু ভট্টাচার্য্যের রিপোর্ট

Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.

Post a Comment

Previous Post Next Post