জবর খবর বাংলা

এ বার আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার



গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের জেরে কার্যত ভারত-চিন সাইবার যুদ্ধ শুরু হয়েছে । প্রথম ধাপে টিকটক-সহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার পরেই কেন্দ্র জানিয়েছিল, আতসকাচের নীচে রয়েছে মোট ২৫০টি চিনা অ্যাপ । পূর্ব লাদাখে ফের চিন অনুপ্রবেশের চেষ্টা চালাতেই এ বার আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার । এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ ‘পাবজি’ । ভারতে এই অ্যাপগুলি আর ডাউনলোড করা যাবে না । কাজ করবে না ডাউনলোড করা অ্যাপও । এই নিয়ে সব মিলিয়ে ২২৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে ।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে । কারণ হিসেবে বলা হয়েছে, এই সব অ্যাপ এমন কাজকর্মে লিপ্ত, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী । কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ।

Post a Comment

Previous Post Next Post