জবর খবর বাংলা

গবেষণার তথ্য বিশ্লেষণ করে করোনায় গুরুতর অসুস্থদের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারের অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)

এখনও পর্যন্ত করোনাভাইরাস গবেষণায় যা উঠেছে তাতে এটা প্রায় নিশ্চিত যে, কো-মর্বিডিটি বা অন্য কোনও অসুস্থতা না থাকলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা খুবই কম । কো-মর্বিডিটি থাকলে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন করোনা আক্রান্তরা । এ বার সেই সঙ্কটজনক রোগীদের চিকিৎসাতেও উল্লেখযোগ্য সাফল্য দাবি করলেন বিজ্ঞানীরা । গবেষণার তথ্য বিশ্লেষণ করে করোনায় গুরুতর অসুস্থদের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারের অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ।


হু-এর একটি সোশ্যাল মিডিয়া ইভেন্টে জানানো হয়েছে, আশঙ্কাজনক কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার করে মৃত্যুর ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমানো গিয়েছে বলে সারা বিশ্বের অন্তত সাতটি পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলে উঠে এসেছে । বুধবার এই তথ্য সামনে আসার পরেই এই ওষুধ ব্যবহারের অনুমতি শুধু নয়, জোর দিয়ে সুপারিশ করছে হু । সংস্থার ক্লিনিক্যাল কেয়ার-এর প্রধান জানেট ডিয়াজ বলেছেন, কোভিড আক্রান্ত আশঙ্কাজনক বা গুরুতর অসুস্থদের চিকিৎসায় তাঁরা দৃঢ় ভাবে স্টেরয়েড ব্যবহারের সুপারিশ করছেন ।

Post a Comment

Previous Post Next Post