মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি, ব্যবহার করা যাবে না ডান্সফ্লোর। হুক্কা বার এখনই খোলা হচ্ছে না।
আগেই সিদ্ধান্ত হয়েছিল। সোমবার জারি হল নির্দেশিকা। আজ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে সমস্ত বার। তবে ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশাধিকার দেওয়া যাবে বারে। ব্যবহার করা যাবে না ডান্সফ্লোর।
পশ্চিমবঙ্গে পয়লা সেপ্টেম্বর থেকে বারগুলি খুলে যেতে চলেছে বলে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আগেই জানিয়েছিল রেস্তোরাঁ মালিকদের সংগঠন। তার আগের দিন নির্দেশিকা জারি করল আবগারি দফতর। তাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিধিনিষেধ।
- ১. বারে ৫০ শতাংশ ক্রেতাকে ঢুকতে দেওয়া যাবে।
- ২. ডান্সফ্লোর ব্যবহার করা যাবে না।
- ৩. স্থানীয় প্রশাসন যতক্ষণ রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেবে ততক্ষণই মদ পরিবেশন করা যাবে।
- ৪. বারে ক্রেতা ও কর্মীদের সোশ্যাল ডিসট্যান্সিং রাখতে হবে। মেনে চলতে হবে করোনার স্বাস্থ্যবিধি। হাত ধোয়া ও বার নিয়মিত স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে।
- ৫. কনটেনমেন্ট জোনে বার খোলা চলবে না।
- ৬. খাবার পরিবেশন করতে হবে করোনা মোকাবিলায় FSSAI-এ বিধি মেনে।
করোনা মহামারির জেরে লকডাউনে গত মার্চ থেকে বন্ধ পশ্চিমবঙ্গের বারগুলি। তার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। তলানিতে ঠেকেছে আবগারি রাজস্ব। বার খুললে সেই পরিস্থিতির কিছুটা বদল হবে বলে আশাবাদী আধিকারিকরা।
Post a Comment