" হাসপাতালের বেড-এ টিবি রুগীর সাথে খেলা করে সুয়ারের বাচ্চা , তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে সা রে যাহা সে আচ্ছা | " --- গায়ক নচিকেতা চক্রবর্তী |
লাল্টু ভট্টাচার্য্য , নদীয়া : একশো দিনের কাজে রাজ্য এগিয়ে , শিক্ষাতে এগিয়ে এবং এগিয়ে স্বাস্থ্যতেও, এসব যতই ফাঁকা আওয়াজ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতারা দিয়ে চলেছেন সেগুলি কি সত্যিই বাস্তবধর্মী ? না কি পুরোটাই রূপকথার মোড়কে বাঁধা ! ঠিক এমন বিষয়টিই আজ হাতেনাতে ধরা পড়লো নদিয়ার জেলার শান্তিপুর শহর অন্তর্গত গয়েশপুর অঞ্চলে |
বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে আজ 25 অগাস্ট মঙ্গলবার বিজেপির একটি প্রতিনিধি দল গয়েশপুর হসপিটালের বাস্তব চিত্র পরিদর্শন করলেন | স্থানীয় মানুষের সাথে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কথোপকথনের মাধ্যমে জানা গেলো একটা সময়ে গয়েশপুর চিকিৎসা কেন্দ্রে পরিকাঠামো উন্নত ছিল , কিন্তু বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র ঠিক মতো না ব্যবহারের ফলে বন জঙ্গলে ভরে গেছে , হাসপাতাল হয়ে উঠেছে কুকুর , শেয়াল , বেজি সহ অন্যান্য জন্তুদের আবাসন | গয়েশপুরের স্থানীয় একজন বাসিন্দা জানালেন এখন সপ্তায় 2 দিন করে একজন ডাক্তার আসেন সেখানে পরিষেবা দেবার জন্য | সেখানকার স্থানীয় মানুষজনও সেখানে যান তাদের প্রয়োজনে | তবে পরিকাঠামো আরো উন্নত হলে স্হানীয় মানুষদের আরো সুবিধা হতো , কারণ গয়েশপুর অঞ্চল থেকে শান্তিপুর হাসপাতালের দূরত্ব অনেকটা |
সমস্ত কিছু পর্যবেক্ষণ করে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জগন্নাথ সরকার জানালেন তার সাংসদ তহবিলের টাকা থেকে তিনি এই গয়েশপুর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যায়ভার বহন করতে প্রস্তুত | তবে হাসপাতালের পরিষেবা ও অন্যান্য অভ্যন্তরীণ ব্যাপারে রাজ্য সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে |
অন্যদিকে দেশের রেল সহ আরও অন্যান্য বেশ কয়েকটি দপ্তরকে বেসরকারি করণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী --- সেটা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে আমজনতার মনে | সূত্রের খবর জাতীয় পাখি ময়ূরকে তিনি খাওয়াচ্ছেন তার নিজ গৃহে , একই প্রেক্ষাপটে গোটা দেশে চলছে খাদ্যাভাব , অর্থাভাব ; রেশনের মাধ্যমে খাদ্য শস্যের সহায়তা পেলেও বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছু পরিবারকে আধপেটা খেয়েই দিন গুজরান করতে হচ্ছে | নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যও গগনচুম্বী |
এককথায় প্রশাসকের চেয়ারে বসে থাকা রাজনৈতিক দলগুলিই দেশের মূল নিয়ন্ত্রক | দেশের শিক্ষা , স্বাস্থ্য , প্রশাসন সহ অন্যান্য বিষয়গুলিতে তারা পরিকাঠামোর উন্নয়ন করলে তবেই এগোবে দেশ ও রাজ্য | না হলে কিশোর কবি সুকান্তের কথাই বলবৎ থাকবে --- " ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় , পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি | "
নদীয়া থেকে লাল্টু ভট্টাচার্য্যের রিপোর্ট
Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.
Post a Comment