শরিফুল ইসলাম : শান্তিপুর বিধানসভার অভ্যন্তরে বিভিন্ন দলের নির্বাচিত জনপ্রতিনিধি সহ অন্তত আড়াই হাজার নেতা-কর্মী বিধায়ক অরিন্দম ভট্টার্যের উদ্যোগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানা যায়।
বুধবার, কৃষ্ণনগর পুর-অডিটোরিয়ামে নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস আহুত দলীয় সভায় জেলা তৃণমূলের নব-নিযুক্তা সভানেত্রী সাংসদ মহুয়া মৈত্র নব্য তৃণমূল কর্মী-নেতাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানান ।
এদিন, সকাল সকাল শান্তিপুর শহর ও পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রামপঞ্চায়েতের সদস্য তথা জনপ্রতিনিধি, বিভিন্ন দলের প্রথম সারির নেতা-নেত্রী অরিন্দমের নেতৃত্বে কৃষ্ণনগর পুর-অডিটোরিয়ামে তৃণমূলের জেলা কমিটির সভায় যান ।
দলীয় সূত্রে খবর, , আজকের অনুষ্ঠানে তৃণমূলে যোগদানকারী উল্লেখযোগ্যদের মধ্য ছিলেন গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের একজন পুরুষ সদস্য ও দুজন নির্বাচিত মহিলা সদস্য l বাবলা অঞ্চলের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি, যুব কংগ্রেসের সম্পাদক, বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের সিপিআই(এম) এর এক জনপ্রিয় সদস্য,
বিজেপির বাগআঁচড়া অঞ্চল সভাপতি l বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্যা , শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল নেতৃত্ব, সিপিএমের শান্তিপুর শহর এরিয়া কমিটির তিন জন পার্টি মেম্বার ও দুজন সক্রিয় কর্মী ।
সিপিএম, বিজেপি ও কংগ্রেস থেকে সদ্য আগত নেতা কর্মী সকলেই একযোগে আমপান বিপর্যয় ও করোনার চলতি আবহে নিজ নিজ দলের নেতৃত্বের প্রতি অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন l পাশাপাশি, রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন ও নানা প্রকল্পের মাধ্যমে সহযোগিতার প্রসংশা ও দুর্দিনে বিধায়ক অরিন্দমের পাশে থাকার কথা জানান ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নবদ্বীপ এর বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, রানাঘাট যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ মন্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী রিনা প্রামানিক, অরবিন্দ মৈত্র ।
শরিফুল ইসলাম : কৃষ্ণনগর
Disclaimer: This story is Published by soriful islam and has not been created by JK Bangla News.
Post a Comment