আজ বৃহস্পতিবার এবং ৩১ তারিখ সোমবারের পরে সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন হবে
করোনা-আবহে পারস্পরিক দূরত্ব এবং অন্যান্য বিধি মেনে চললে রাজ্যে লোকাল ট্রেন বা মেট্রো চলাচলে আপত্তি নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার নবান্নে সাংবাদিকদের কাছে তাঁর মন্তব্য, ‘‘দূরত্ব-বিধি মেনে মেট্রো চললে আমাদের আপত্তি নেই । লোকাল ট্রেনও চলতে পারে । তবে সব এক সঙ্গে নয় । ধাপে ধাপে চালু হলে ভাল। প্রয়োজনে শুরুতে এক-চতুর্থাংশ ট্রেন চলতে পারে । এ নিয়ে রেল রাজ্যের সঙ্গে কথা বলতে পারে ।’’
ছ’টি শহর থেকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করার কথাও এ দিন বলেছেন মুখ্যমন্ত্রী । তবে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অন্তত ২০ সেপ্টেম্বর পর্যন্ত খুলবে না বলে জানিয়ে দেন তিনি । একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ বৃহস্পতিবার এবং ৩১ তারিখ সোমবারের পরে সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন হবে ।
রেল মন্ত্রক সূত্রের বক্তব্য, মেট্রো বা লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দেওয়া হতে পারে । তবে সম্ভবত রাজ্য সরকারগুলিকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হবে । কোনও রাজ্য যদি করোনা পরিস্থিতি খতিয়ে দেখে মেট্রো ও রেল চলাচলের পক্ষে সায় দেয়, তা হলে কেন্দ্র আপত্তি করবে না ।
Post a Comment