গতকাল রাতে শরীরে ব্যথা ও ক্লান্তি নিয়ে দিল্লির এমসে ভর্তি হয়েছেন আমিত শাহ, হাসপাতাল সুত্রে জানা গিয়েছে আমিত শাহ ৩-৪ দিন ধরে শরীরের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ডাক্তার দের কাছে অভিজোগ করছেন, সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে আমিত শাহকে দিল্লির এমসে ভর্তি করা হয়ে। তবে আমিত শাহ এর করোনা রিপোর্ট নেগেটিভ এসছে।


একটি প্রেস রিপোর্ট জারি করে জানানো হয়েছে আমিত শাহ এর বর্তমান অবস্থা স্থিতিশীল, এবং তিনি তার যাবতীয় কাজ হসপিটাল থেকেই করবেন।


Post a Comment

নবীনতর পূর্বতন