জবর খবর বাংলা

 জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে তেলঙ্গানায় মৃত্যু হল ন’জনের 


গতকাল জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে তেলঙ্গানায় মৃত্যু হল ন’জনের । গত কাল রাতে ভূগর্ভস্থ শ্রীশৈলম প্ল্যান্টের এক নম্বর ইউনিটে আগুন লাগে । সেই সময়ে অন্ততপক্ষে ২০ জন কর্মী ভিতরে ছিলেন । ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আটকে পড়েন ন’জন । আজ সকালে তাঁদের দেহগুলি উদ্ধার হয় । মৃতদের মধ্যে রয়েছেন এক জন ডিভিশন ইঞ্জিনিয়র, চার জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র, দু’জন জুনিয়র প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট এবং একটি বেসরকারি ব্যাটারি সংস্থার দু’জন কর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ । 

শুক্রবার রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলেছে । টানেল থেকে ঘন ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে সারা দিন । পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ড শুরু হয় শ্রীশৈলম বাঁধের তীরে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিতে । এর আগে কখনও এটিতে অগ্নিকাণ্ড হয়নি । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে । বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়েও এড়ানো যায়নি বিপদ ।

Post a Comment

Previous Post Next Post