হুগলি জেলা সংশোধনাগারে থাকা এক বন্দির মৃত্যু হল । সোমবার রাতে মৃত্যু হয় বছর তেষট্টির ওই বন্দির ।
পশ্চিমবঙ্গের করোনা পজ়িটিভ রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ছে । আর এই মৃত্যু থেকে দূরে থাকতে পারল না রাজ্যের সংশোধনাগারও । হুগলি জেলা সংশোধনাগারে থাকা এক বন্দির মৃত্যু হল । সোমবার রাতে মৃত্যু হয় বছর তেষট্টির ওই বন্দির । আর এই প্রথম রাজ্যে করোনায় মৃত্যু হল কোনও বন্দির। তেমনই খবর কারা দফতর সূত্রের ।
বধূ নির্যাতন সংক্রান্ত মামলায় প্রায় পাঁচ বছর ধরে সংশোধনাগারে দিন গুজরান করছিলেন ওই বর্ষীয়ান নাগরিক । কয়েকদিন আগে খুব সামান্য জ্বর হয়েছিল তাঁর । তারপর থেকে ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয় বলে সংশোধনাগার সূত্রে খবর । সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । রাত সাড়ে দশটা নাগাদ ওই বিচারাধীন বন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ।
৩০ জুলাই নমুনা সংগ্রহ করা হয়েছিল তাঁর । মঙ্গলবার বিকেলে রিপোর্টে দেখা যায়, মৃতের করোনা পজেটিভ আছে । ফলে করোনা রোগীর মৃত্যুর প্রোটোকল অনুসারে শেষকৃত্য হবে ওই বন্দির । একই মামলায় অভিযুক্ত হয়ে হুগলি সংশোধনাগারেই রয়েছেন মৃতের আরও দুই নিকট আত্মীয় । বন্দির মৃত্যুর পরে এদিন হুগলি সংশোধনাগারে জীবাণুনাশের কাজ হয় ।
( কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯ )
Post a Comment