জবর খবর বাংলা

ছবি তো আপনারা কম বেশি সবাই আঁকতে পারেন, কিন্তু ঠিক কতটা ছোট ছবি আঁকতে পারবেন ? 
০.২ স্কয়ার মিলিমিটারের চিনির দানার ওপর ছবি এঁকে বিশ্ব রেকর্ড গড়লেন জলপাইগুড়ির হৃষীকেশ রায়। 



নিজস্ব প্রতিবেদন-
আর মাত্র কদিনের মধ্যেই আসছে ১৫ অগাস্ট, ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসেই হৃষীকেশ রায় ঘরে নিয়ে এলেন  ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড।
 
পৃথিবীতে এখনও পর্যন্ত সব থেকে ছোট জায়গায় এঁকে বিশ্ব রেকর্ড করলেন, ০.২ স্কয়ার মিলিমিটারের চিনির দানার ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে নজির গরলেন জলপাইগুড়ির তরুন যুবক।

" ভিডিওটিতে দেখুন চিনির দানায়ে ফুটিয়ে তোলা সেই সুক্ষ শিল্প কার্য "

হৃষীকেশ রায় ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে সন্মানিত হয়ে বলেছেন " আজ অবধি জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি, ছোটোবেলা থেকেই আঁকা শেখার খুব ইচ্ছে ছিলো কিন্তু পারিবারিক সমস্যার কারনে কখনই তা হয়ে ওঠেনি।তাই যখনি একটু ফাঁকা সময় পেতাম সামনে যেটাই পাই না কেনো পেন্সিল নিয়ে সাদা কাগজে আঁকতে থাকতাম, কখনও ভাবিনি এতবড়ো এক যায়গায় স্থান পাবো। এই যায়গায় পৌছোতে যারা বার বার আমাকে অনুপ্রাণিত করেছেন এবং আমার পাশে থেকে আমাকে নতুন কিছু করার সাহস যুগিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। "

Post a Comment

Previous Post Next Post