জবর খবর বাংলা

প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা শ‍্যামল চক্রবর্তী, ৩০ শে জুলাই কোভিড আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন হাসপাতালে। আজ দুপুর ১.৫০ নাগাদ শ‍্যামল চক্রবর্তীর মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদন- প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা এবং সিপিআইএম সেন্ট্রাল কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী৷ করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ বাবার অসুস্থতার কথা জানিয়ে মেয়ে উষসী নিজেই ফেসবুকে পোস্ট করেছিলেন৷ প্রবীণ এই নেতা ও প্রাক্তন মন্ত্রীর ফুসফুসে সংক্রমণ ছিল৷ এর ফলে আগেও তিনি বহুবার সমস্যায় ভুগেছেন৷

সম্প্রতি অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার  বেশ কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয় বর্ষীয়ান নেতাকে। যদিও সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল বলে জানা গিয়েছিল। ৩০ জুলাই বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ১ অগাস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুর ১.৫০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেতা ৷  শ্যামল চক্রবর্তীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল৷

Post a Comment

Previous Post Next Post