মুহূর্তের মধ্যে সব ধুলোয় মিশে গেলো, চোখের সামনে পড়ে রইল শুধু ভাঙ্গা গাড়ি, বাড়ির ধ্বংসাবশেষ আর শতাধিক আহত মানুষের আর্তনাদ।


বেইরুত -
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শহর। লেবানন জুড়ে বহু মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার লেবাননের রাজধানী বেইরুতের বন্দরে এই বিস্ফোরণ হতে দেখা গিয়েছে। এই ঘটনায় বহু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে কী কারণে এই বিস্ফোরণ এবং কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।


তিব্র বিস্ফোরণে ১০ কিমি জুড়ে বাড়ির কাঁচ ও দরজা সম্পূর্ণ রুপে ভেঙ্গে গেছে, বিস্ফোরণের শব্দ এতটাই তিব্র ছিল যে তা ১৫০ কিলমিটার দূর থেকেও অনুভব করা যায়। 
গোটা শহর জুড়ে আতঙ্কের ছায়া। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছে শাতধিক মানুষ আহত হয়েছেন। অন্তত ১০ জনের মৃত্যুর খবর জানাচ্ছে ‘ডেলি মেল।’

দেখুন বিস্ফোরণের ভিডিওটি

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বেশ কিছু ভিডিও ও ঘটনাস্থলের ছবি। আর তা থেকেই পরিস্কার যে ঠিক কতটা ভয়ঙ্কর আকার নিয়েছে সেই বিস্ফোরণ। প্রবল শব্দে বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যেতে দেখা যাচ্ছে আকাশ।


এএফপি-র সাংবাদিক জানাচ্ছেন, ওই এলাকায় সব দোকান-পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অবস্থায় মানুষ কিংকর্তব্যবিমূড় হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বহু মানুষকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বেশির ভাগই রক্তাক্ত অবস্থায়।


পুরো এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কেবলমাত্র কিছু অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, ১৫০ মাইল দূরে সাইপ্রাস দ্বীপ থেকেও শোনা গিয়েছে ওই বিস্ফোরণের শব্দ।
প্রত্যক্ষদর্শীদের মতে "ঠিক যেন মনে হোল ভুমিকম্প হচ্ছে, আকাশ ও মাটি কেঁপে দুভাগ হয়ে যাচ্ছে,"

Post a Comment

নবীনতর পূর্বতন