ঘুমিয়ে পড়লেন ভ্যানচালক লক ডাউনের জেরে শহরের প্রাণকেন্দ্রেই ঘুম ভ্যান চালকের
লাল্টু ভট্টাচার্য্য , নদীয়া : নদিয়ার শান্তিপুর শহর অন্তর্গত শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোরের সম্মুখেই শান্তিপুর ইউনাইটেড ব্যাঙ্ক সংলগ্ন এক ভ্যান চালকের ঘুমন্ত চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় |
চারিদিক শুনশান , হাতে গোনা কয়েকজন লোক ও মুষ্টিমেয় কিছু মোটর বাইকের আনাগোনা দেখতে পাওয়া গেছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাটগুলিতে, কোথাও ভারী যানবাহন চলাচলের আওয়াজও মেলেনি | আর সেই কারণেই শহরের প্রাণকেন্দ্রে ঘুমিয়ে পড়লেন ভ্যান চালক | এমন চিত্রই ধরা পড়লো আমাদের ক্যামেরায় |
Post a Comment