জবর খবর বাংলা

এল-ডোরাডো সোনার শহরের আর এখন কল্পনা নয়, বাস্তবে এমনই এক গ্রহানুর খোজ পেলো নাসার বিজ্ঞানিরা।

সংগ্রহীত-  সোনায়ে মোড়া গ্রহানুর খোজ পেলেন নাসার বিজ্ঞানিরা, গ্রহানুর নাম রাখা হয়েছে 16 সাইকি। যার ওজন চাঁদের ওজনের ১ শতাংশ। 16 সাইকি গ্রহানুতে সোনা ছাড়াও আছে পাহাড় প্রমান লোহা, নিকেল ও সিলিকা। যা পৃথিবী বাসী কে কোটিপতি করে তোলার জন্য যথেষ্ট।১০ হাজার কোয়াড্রিলিয়ন পাউন্ড অর্থাৎ ১০ হাজারের পেছনে আরোও ১৫ টি শূন্য, 16 সাইকি তে এতটাই ধাতু মজুত আছে বলে জানাচ্ছে নাসা। যা বিক্রি করে পৃথিবীর মানুষ জনপ্রতি পেয়ে জাবেন ১০ হাজার কোটিরোও বেশি টাকা পাবেন।

বর্তমানে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থান করছে 16 সাইকি। এই গ্রহানু ৫ বছরে একবার প্রদক্ষিণ করে। ২০২২ -এ নাসা ও এলন মাস্ক এর সংস্থা যৌথ উদ্যোগ নিয়াছে এই গ্রহানু তে গিয়ে ধাতব পদার্থ সংগ্রহ করার।

নাসা থেকে প্রকাশিত 16 সাইকির ছবি

নাসা থেকে প্রকাশিত 16 সাইকির ছবি

Post a Comment

Previous Post Next Post