মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজের মৃত্যু, অবসান ঘটল দীর্ঘ ৮০ বছরের সঙ্গীত জীবনের এক অধ্যায়ের। সোমবার আমেরিকার নিউ জার্সিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। আজ তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর কন্যা দুর্গা যশরাজ।তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল। 

নিউ জার্সিতে মৃত্যু হল পণ্ডিত যশরাজের। মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। ১৯৩০ সালে হরিয়ানার হিসারে জন্ম পণ্ডিত যশরাজের। প্রায় ৮০ বছরের সঙ্গীত জীবনের অবসান হল। একাধিক পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন পণ্ডিত যশরাজ।

জানা গেছে, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শাস্ত্রীয় সংগীতের জন্যে ভারতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো একাধিক পুরস্কার পেয়েছেন এই উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী।একই সাথে পেয়েছেন বহু বিদেশি পুরস্কার ও সম্মানও। 

Post a Comment

নবীনতর পূর্বতন