জবর খবর বাংলা

নয়াদিল্লির মৌলানা আজাদ ইনস্টিটিউট ফর ডেন্টাল সায়েন্সেস-এর ডিপার্টমেন্ট অব ওরাল সার্জারিতে কর্মরত ছিলেন ডাঃ ভানিয়া৷

#নয়াদিল্লি: করোনার সবরকম উপসর্গ ছিল৷ কিন্তু বারবার টেস্ট করেও রিপোর্টে আসছিল করোনা নেগেটিভ৷ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন দিল্লির চিকিৎসক ২৬ বছরের অভিষেক ভানিয়া৷ মৃত্যুর আগে তিনি বুকে ব্যথা-চাপ ও নিঃশ্বাসের কষ্টের কথা জানিয়েছিলেন তাঁর বড় ভাইকে৷ 'করোনার সব উপসর্গ আমার রয়েছে, শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে, আমি ১০০ শতাংশ করোনা পজিটিভ হব', বলেছিলেন অভিষেক৷

মৌলানা আজাদ ইনস্টিটিউট ফর ডেন্টাল সায়েন্সেস-এর ডিপার্টমেন্ট অব ওরাল সার্জারিতে কর্মরত ছিলেন ডাঃ ভানিয়া৷ AIIMS MDS-এর পরীক্ষায় ২১ নম্বর স্থান পেয়েছিলেন তিনি৷ গত সপ্তাহেই হরিয়ানার রোহতকে তিনি গিয়েছিলেন কাউন্সিলিং-এর জন্য৷

বৃহস্পতিবার মৃত্যু হয় চিকিৎসক ভানিয়ার৷ শুক্রবার ছেলের শেষকৃত্য করে পরিবার৷ 'অভিষেক খুবই পরিশ্রমী ছিলেন৷ করোনার উপসর্গ ছিল কিন্তু রিপোর্ট অন্য কথা বলছে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওর'৷ জানিয়েছেন এক সিনিয়ার চিকিৎসক৷

পরিবার সূত্রে জানানো হয়েছে যে বৃহস্পতিবার সকাল থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি৷ তবে কেউ ভাবতে পারেননি যে এভাবে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের সবাইকে ছেড়ে তিনি চলে যাবেন৷ তাঁর বাবা-মা এখনও মেনে নিতে পারছেন না ছেলের মৃত্যু৷

পরিবারের তরফে অভিযোগ করা হয় যে, করোনার উপসর্গ প্রায় ১০দিন আগে থেকে অভিষেকের শরীরে দেখা দিয়েছিল৷ গলা ব্যাথা-কাশি সঙ্গে ছিল জ্বর৷ সকলে ভেবেছিলেন তাঁর ভাইরাল ফিভারই হয়েছে৷ চিকিৎসক বলেছিলেন চেস্ট ইনফেকশন৷

বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে ভর্তি করানো হয়৷ সেখানেই ডাঃ অভিষেক ভানিয়ার মৃত্যু হয়৷

Post a Comment

Previous Post Next Post