জবর খবর বাংলা

অসমে-র নওগাঁওতে মানুষজন সামাজিক দূরত্ববিধির নিয়মতে বুড়ো আঙুল দেখিয়ে একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হল এক ধর্মগুরুর অন্তিম সংস্কার অনুষ্ঠানে

#গুয়াহাটি: সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণের জেরে ত্রাহি ত্রাহি অবস্থা ৷ রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ এই অতিমারী থেকে বাঁচতে সামাজিক দূরত্ববিধি মানা একটা বড় কাজ ৷ দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কতজন অবধি সর্বাধিক যোগ দিতে পারেন তা নিয়ে নিয়ম করে দিয়েছে প্রশাসন ৷ কারোর অন্তিম  সংস্কারের অনুষ্ঠানে সর্বাধিক ২০ জন অবধি যোগ দিতে পারেন ৷

কিন্তু অসমে-র নওগাঁওতে মানুষজন সামাজিক দূরত্ববিধির নিয়মতে বুড়ো আঙুল দেখিয়ে একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হল এক ধর্মগুরুর অন্তিম সংস্কার অনুষ্ঠানে ৷ এর জেরে স্থানীয় প্রশাসন আপতত সেখানের ৩ টি গ্রাম সিল করে দিয়েছে ৷ আর এই বিষয়ে একটি অভিযোগও দায়ের করা হয়েছে ৷

একটি সর্বভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের আমিনুল ইসলামের বাবা খেরুল ইসলামের ২ জুলাই মৃত্যু হয় ৷ ৮৭ বছরের এই মৌলবী  অল ইন্ডিয়া জামাত উলেমা আর আমির ই শরিয়তে উপাধ্যক্ষ ছিলেন ৷ ফলে উনি নিজের এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন ৷ ফলে ওনার মৃত্যু সংবাদে বহু মানুষ সেখানে গিয়ে পৌঁছন ৷ জেলা প্রশাসনের খবর অনুযায়ী ১০ হাজার মানুষ জমায়েত হয়েছিলেন ৷

নওগাঁওে-র জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় এখনও অবধি ২ টি মামলা দায়ের করা হয়েছে ৷ একটি পুলিশের পক্ষ থেকে অন্যটি জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে ৷ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে সেই সময় ঘটনাস্থলে ছিলেন ৷ করোনা ভাইরাস সংক্রমণের জেরে এলাকার তিনটি গ্রাম সিল করে দেওয়া হয় ৷ এই অনুষ্ঠানে না সামাজিক দূরত্ব মানা হয়ছিল না সকলের মুখে মাস্ক ছিল ৷

বিধায়ক আমিনুল ইসলাম এই ঘটনার পর সাফাই দিতে গিয়ে বলেছেন, তাঁর বাবা অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন ৷ তাই তাঁর বহু অনুগামী ছিলেন ৷ তিনি জানিয়েছেন , ‘আমরা প্রশাসনকে অন্ত্যেষ্টির বিষয়ে জানিয়েছিলাম ৷ পুলিশও মানুষকে সেখানে পৌঁছতে মানা করেছিল ৷ অনেক গাড়ি ফিরিয়ে দেওয়া হয় ৷ কিন্তু তাও মানুষ কষ্ট করে পৌঁছে গিয়েছিল৷ ’

এর আগে অসমের এই বিধায়ক আমিনুল ইসলামের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল ৷ সেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছিল  তাঁর সেই ভাষণে ৷

Post a Comment

Previous Post Next Post