নিজস্ব প্রতিবেদন ঃ
বিগত ২৪ ঘণ্টায়ে দেশে নতুন করে করোনার থাবা প্রায় ২৫ হাজার।রাজ্যে একদিনে ১০৮৮ জন আক্রান্ত।দিন দিন আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে।

দেশ ঃ
 আক্রান্তসুস্থ মৃত 
 ৭,৬৭,২৯৬৪,৭৬,৩৭৭ ২১,১২৯ 

রাজ্য ঃ
 আক্রান্তসুস্থ মৃত 
২৪,৮২৩১৬,২৯১ 
৮৫৪ 


বলা হছে এই ভাবে সংক্রমিত হতে থাকলে জুলাই মাসের শেষে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে প্রায় ৫০ লাখ। 
আক্রান্তের পাশাপাশি রাজ্যে একদিনে মৃতের সংখ্যাও ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হয়েছেন ২৭ জন। এরফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৮০০ ছাড়িয়ে গিয়েছে। মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪।
বৃহস্পতিবারের সরকারি রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮,২৩১ জন। তবে সামান্য স্বস্তির জায়গা একটাই যে, ডিসচার্জ রেট প্রায় ৬৫ শতাংশ।


প্রতি ১০ লক্ষের বিচারে ভারতে সংক্রমণ (Covid-19 in India) কম অনেক কম। বৃহস্পতিবার সাংবাদিকদের এমন তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। হুয়ের পরিসংখ্যান তুলে মন্ত্রকের দাবি, দেশে প্রতি দশ লক্ষে অর্থাৎ এক মিলিয়নে সংক্রমিত ৫৩৮ জন। জানা গিয়েছে, মোট সংক্রমিত ৭ লক্ষ ৬৭ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪,৮৭৯ জন। মৃত ২০ হাজারের ওপরে। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২%-এর বেশী মানুষ। সক্রিয় সংক্রমণ ২ লক্ষের কিছু বেশী। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইসিএমআর কর্তারাও। 


এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে দাঁড়িয়েছে ৬২.০৮ শতাংশে। এদিকে প্রতিদিনই বেশ বড় সংখ্যায় করোনা টেস্ট হচ্ছে। এই পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ পাওয়ার অনুপাতের গড় ৯.৩১ শতাংশে এসে দাঁড়িয়েছে।

এক নজরে দেখুন আজকের গুরুত্বপূর্ণ খবর

Post a Comment

নবীনতর পূর্বতন