জবর খবর বাংলা

নিজস্ব সংবাদদাতা :
যত দিন যাচ্ছে কলকাতা সহ গোটা রাজ্যে ক্রমাগত বেরেই চলছে করোনা সংক্রমণ,বাদ যাইনি হুগলি জেলাও। ১৪ থেকে বেড়ে কন্টেনমেন্ট জোন এখন ২১ এ পৌঁছেছে।
কন্টেনমেন্ট জোন তালিকা -


হুগলি শহরাঞ্চল
 :
∆ চন্দননগর পুরনিগম
তাতির বাগান ও সংলগ্ন এলাকা, কলপুকুর ধার ও সংলগ্ন এলাকা। বড়বাজার ও কুঠির মাঠ, গোন্দলপাড়া ( ওয়াড নাম্বার ৫,২৬,৩৩ )

∆ ভদ্রেস্বর পুরসভা
তেলিনিপাড়া ( ওয়াড নাম্বার ১৩ )

∆ বৈদ্যবাটি পুরসভা
বিঘা মোড়, মালির বাগান, শ্যাওড়াফুলির কিছু এলাকা, সরকার মাঠ ( ওয়াড নাম্বার ৯,১৮ )

∆ শ্রীরামপুর পুরসভা
গোয়ালপারা ও আসে পাশের এলাকা ( ওয়াড নাম্বার ২৫ )

∆ কোন্নগর পুরসভা
অরবিন্দ রোড ( ওয়াড নাম্বার ১৪ )
উত্তরপাড়া কোতরং পুরসভা
শান্তিনগর, ভদ্রকালী নিউ স্টেশন রোড, জে কে স্ট্রীট ( ওয়াড নাম্বার ৭,১১,১৯ )

∆ রিষরা পুরসভা
এন এস রোড ও হেস্টিং লাইন ( ওয়াড নাম্বার ৭ )

∆ ডানকুনি পুরসভা
রামকৃষ্ণপল্লি গোবরা ( ওয়াড নাম্বার ৫ )

হুগলি গ্রামীন :
∆ শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক
শাস্ত্রীনগর ও বড়বহেরা ( কানাইপুর গ্রাম পঞ্চায়েত )

∆ জাঙ্গিপাড়া ব্লক
রাজবলহাট, জানদা ও কুলিয়ারা ( রাজবলহাট -১ গ্রাম পঞ্চায়েত )

∆ চন্ডিতলা -২ ব্লক
মাঠপাড়া ও বেলেডাঙা, হাসপাতাল কোয়াটার, চন্ডীতলা -২ বিডিও এবং বি এল আর ও অফিস, এ ডি এ এবং ফুড সাপ্লাই অফিস ( বরিজহাটি গ্রাম পঞ্চয়েত ও চন্ডীতলা গ্রাম পঞ্চায়েত )

∆ সিঙ্গুর ব্লক
বোড়াই-পহলমপুর ও মির্জাপুর-বাকিপুর গ্রাম পঞ্চায়েত, চুঁচুড়া ও আরামবাগ মহকুমা কোনও কন্টেনমেন্ট জোন নেই।

ডাউনলোড করুন হুগলি কন্টেনমেন্ট জোনের তালিকা PDF

Post a Comment

Previous Post Next Post