জবর খবর বাংলা

করোনা পরিস্থিতিতে সবাই নাজেহাল, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব, তাবলে কি বিয়ে হবে না ? 
এক অভিনব পদ্ধতিতে আজ সন্ধ্যায় বিবাহ সম্পন্ন করলেন হুগলী জেলার চন্দননগরের যুবক যুবতী।



নিজস্ব প্রতিবেদন- দিন দিন মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস, সংক্রমিত হচ্ছে জেলার পর জেলা, একাংশ চিকিৎসকের মতে করোনা এখন গোষ্ঠী সংক্রমনের রুপ নিয়েছে। অর্থাৎ এখন বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এই সব সামাজিক অনুষ্ঠান থেকে দেশ ও গোটা বিশ্ব অনেকটাই দুরে। কিন্তু বাঙালির উৎসব ছাড়া চলে না সে বিবাহ হোক কিংবা দুর্গা পুজা, এই পরিস্থিতিতেই সামাজিক দুরত্ত মেনে বিবাহের এক নতুন রাস্তা বের করলেন চন্দননগরের যুবক। 

নিজে বইক চালিয়ে বিয়ে করতে এলেন  চন্দননগরের শেতলা তলার বাসিন্দা মিঠুন সরকার, আজ সন্ধ্যায়ে মিঠুন সরকার ও পুজা দাসের শুভ বিবাহ সম্পন্ন হল। বরযাত্রী ও মিঠুনের সকল বন্ধুরাও আসে বাইক- এ । তবে ২৫ জনের বেশি কেউ বিয়ে বাড়িতে আসেন নি। বরযাত্রী ও কনেযাত্রী সবার মুখেই দেখা গেছে মাক্স , বিবাহের সময় বজায় রাখা হয়েছে দূরত্বও, এই অভিনব পন্থায় বিবাহে সকলে সম্মতি জানিয়েছে নব দম্পতিকে, কৌতহলী পাড়ার লোক এইভাবে বাইকে আসা বর কে দেখতে ভীড় জমিয়ে ছিলেন বিবাহ বাড়ির আসে পাশে। কেউ কেউ আবার এই বিবাহ তাদের ক্যামেরা বন্দিও করেন।

 

জেকে বাংলার তরফ থেকে নব দম্পতিকে এমন নতুন প্রচেষ্টা গ্রহণ করার জন্য সাধুবাদ ও তাদের নতুন জীবন শুরু করার জন্য অভিনন্দন।


Post a Comment

Previous Post Next Post