জবর খবর বাংলা

লাল্টু ভট্টাচার্য্য :
ভারতের রাফাল কি সত্যিই গেম চেঞ্জ করে দেবার ক্ষমতা রাখে ? আবার রাফালের উল্টো মেরুতে অবস্থান করছে চীনের "জে 20" আবার পাকিস্তানেও রয়েছে শক্তিশালী "এফ 16" । কিন্তু তথ্য বলছে , ভারতের রাফাল প্রযুক্তিগত দিক থেকে অনেকেরই শক্তিশালী । এখন একনজরে দেখে নেওয়া যাক রাফালের শক্তি । 


  1. রাফা ল এক লপ্তে 3700 কিমি যেতে পারে । 
  2. এটি 24 টন ভার নিয়ে আকাশে উড়তে সক্ষম ।
    অন্যদিকে চীনের জে 20 এক লপতে 2000 কিমি পর্যন্ত যেতে পারে । এটাও 24 টন পর্যন্ত ভার নিয়ে আকাশে উড়তে পারে ।
  3. রাফলের আফগানিস্তান , লিবিয়া, সিরিয়া ও ইরাকে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে ।                   
    অন্যদিকে জে 20 এর কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই ।
  4. রফালে রয়েছে স্পেকট্রা ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র , সেই কারণেই এর উপস্থিত বুঝতে পারা এবং একে গুলি করে নামানো বেশ মুশকিল । 
    অন্যদিকে চীনের দাবি জে 20 যুদ্ধ বিমানের মধ্যে লুকিয়ে আঘাত হানার ক্ষমতা অনেক বেশি । অথচ তথ্য বলছে ভারতীয় বায়ুসেনার উৎকৃষ্ট যুদ্ধ বিমান সুখোই এর রাডারে বহুবার ধরা পড়েছে চীনের জে 20 এর উপস্থিতি । 
  5. ভারতের রাফাল 50 হাজার ফুট উচ্চতা পর্যন্ত শত্রুকে ধাওয়া করে ধরতে পারে । 
  6. এক সাথে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম । 
  7.  রাফালের কামান থেকে মোট 2500 রাউন্ড গুলি ছোড়া যায় । 
  8. একসাথে মোট আট টি টার্গেটে হামলা করতে সক্ষম । রাফেল কে আক্রমণ থেকে নজরদারি প্রভৃতি নানা কাজে ব্যাবহার করা যেতে পারে । 
  9. মাঝ আকাশে এর জ্বালানি ফুরিয়ে গেলে সেখানেই জ্বালানি ভরে নিতে পারে এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ।
  10. খুব কম সময়ের মধ্যে শত্রু পক্ষের সীমানায় পৌঁছাতে পারে রাফাল । বিশ্লেষণ করে দেখা গেছে লাহোরের মাটিতে এর পৌঁছাতে সময় লাগবে মাত্র আট মিনিট , আর হাসিনার থেকে চিন সীমান্তে পৌঁছাতে সময় লাগবে মাত্র তিন মিনিট । 
  11. ভারতীয় আকাশ সীমানায় থেকেই শত্রু পক্ষের জমিতে 600 কিমি পর্যন্ত আঘাত হানতে পারে এই রাফাল । 
                 

তাইতো প্রযুক্তি ও তথ্যের নিরিখে বিশ্লেষণ করে বলা যায় একমাত্র রাফালই হয়ে উঠতে পারে প্রধান নির্নয়ক শক্তি।

Post a Comment

Previous Post Next Post