জবর খবর বাংলা


লালটু ভট্টাচার্য্য,নদীয়া : এই মহুর্তে চিন্ময়ী মায়ের মূর্তি দেখে অবাক হচ্ছেন ? তাই তো ? না , এইটা কৃষ্ণনগরের কোনো মৃৎশিল্পীর কর্মকান্ড নয় , শান্তিপুরের কুমারপাড়া বা কলকাতার কুমোরটুলির শিল্পকর্মও নয় | কি আশ্চর্য ! তাহলে এই সুনিপুন শিল্পনৈপুণ্যতা কার ?


যিনি অসামান্য এক  লাবণ্যময়ী রূপের মাধুরীতে সাজিয়ে তুলেছেন দুর্গাপ্রতিমাকে ; যার সাথে রয়েছেন লক্ষী , সরস্বতী , কার্তিক , গণেশ , মূষিক , পেচক , ইঁদুর এবং ময়ূর |



পেশায় গৃহ শিক্ষক , নাম শুভজিৎ দে , নিবাস নদিয়ার শান্তিপুর শহর অন্তর্গত শ্যামচাঁদ মোর নিকটস্থ সাহা পাড়া অঞ্চল ; ইতিহাসে স্নাতকোত্তর পড়াশোনা সম্পূর্ণ করার পর প্রাইভেট শিক্ষকতার পাশাপাশি চর্চা করেন মৃৎশিল্পের | এবছরে শুধু দূর্গা প্রতিমায় নয় , তৈরী করছেন আরও অন্যান্য মাটির দেবদেবীর মূর্তি এবং মাটির মডেল | জন্মসূত্রে মৃৎশিল্পী না হলেও ছোট থেকেই মৃৎশিল্পকর্মের প্রতি রয়েছে এক নিবিড় টান , ছবি আঁকার প্রতিও রয়েছে ছোট্ট থেকেই যথেষ্ট দক্ষতা | ইচ্ছা ছিল আর্ট কলেজে পড়াশোনা করে এক পেশাদার শিল্পী হবার , পারিবারিক অর্থনীতি তার অন্তরায় হয়ে দাঁড়ালেও নিজের শিল্পী সত্ত্বার প্রতি শুভজিতের অগাধ বিশ্বাস , আগ্রহ ও শিল্পনৈপুণ্যতা আগামী দিনে তার নেশকে পেশা বানাবেই , এ ব্যাপারে অনেকেই আশাবাদী  | 



তাই তো করোনা আবহে লকডাউনের বাজারে মূল্যবান সময়কে কাজে লাগিয়ে বানিয়ে ফেলেছেন এক অনন্য সাধারণ দুর্গা প্রতিমা , শুধু তাই নয় এবছর থেকে বিভিন্ন বারোয়ারীর  ও  সাধারণের বাড়ির  দেবদেবীর মূর্তি তৈরির অর্ডার নিতেও প্রস্তুত এবং প্রতিমা তৈরির অর্ডার প্রায় নিতেও শুরু করে দিচ্ছেন বলেই আমাদের সংবাদ মাধ্যমকে অকপট জানিয়েছেন শুভজিৎবাবু | এখন একনজরে দেখে নেওয়া যাক শুভজিৎবাবু কি বললেন উক্ত বিষয় সম্পর্কে আমাদের সংবাদ মাধ্যমকে |

নদীয়া থেকে লালটু ভট্টাচার্য্যের রিপোর্ট
Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.

Post a Comment

Previous Post Next Post