জবর খবর বাংলা

 মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবার রাত থেকেই । বৃহস্পতিবার সকালে তা আরও মারাত্মক আকার নিল । টানা বৃষ্টির জেরে কার্যত ঘরবন্দি হয়েছে দিল্লি এবং পাশ্বর্বর্তী গুরুগ্রাম এলাকা ।


প্রবল বৃষ্টির জেরে শহরের নীচু এলাকায় জল জমতে শুরু করেছে আজ সকাল থেকেই । ফলে বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অন্য রাস্তাগুলিতে তৈরি হয়েছে প্রবল যানজট ।

সফদরজং অবজারভেটরির রিপোর্ট বলছে, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লিতে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে । পালম আবহাওয়া কেন্দ্রের হিসেবে এই সময়সীমা মধ্যে বৃষ্টিপাত ৭০.৯ মিলিমিটার । যা সাম্প্রতিক কালে নজিরবিহীন ।

দিল্লি পুলিশ জানিয়েছে, লালকুঁয়ার কাছে এমবি রোড আন্ডারপাসের দু’দিকের ক্যারেজওয়ে জলমগ্ন হওয়ায় যানবাহন চলাচল বন্ধ । কস্তুরবা আন্ডারপাস, নরেলা-বাওয়ানা সড়ক, ঝাণ্ডেওয়ালান মন্দির, মা আনন্দময়ী মার্গ, সরাই পিপল, জাহাঙ্গিরপুরী, মদনপুর খদর এলাকাতেও জল জমে যানবাহন চলাচল বন্ধ হয়েছে । বেশ কিছু গাড়ি আটকে পড়েছে ।

Post a Comment

Previous Post Next Post