কয়েকদিন আগেই জাহ্নবী কাপুর অভিনীত 'গুঞ্জন সস্কেনা' নিয়ে সমালোচনার ঝড় তোলেন কঙ্গনা রানাওয়াত। এমনিতেই ছবিটি ঘিরে একের পর অক বিতর্ক দানা বেঁধেছে । তারওপর স্টারকিড জাহ্নবীর অভিনয় ও করণ জোহরের হাত ধরে জাহ্নবীর প্রোজেকশন নিয়ে কঙ্গনা সরব হন।

এবার বায়ুসেনার আরও এক কাহিনী ফিল্মের পর্দায় তুলে ধরতে চলেছে বলিইড। মুখ্য চরিত্রে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। আসছে 'তেজস'! যুদ্ধবিমান 'তেজস' কে নিয়ে পরিচালক সরবেশ মেওয়ারা ছবি করতে চলেছেন। সেখানে এক পাইলটের ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা।

এদিন কঙ্গনা নিজে ছবিটির ফার্স্ট লুক শেয়ার করে একটি পোস্ট করেন। জানান, ডিসেম্বরে রনি স্কুওয়ালা প্রযোজিত ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবিতে আরও এক বলিউড অভিনেত্রীকে এয়ারফোর্স পাইলটের রূপে দেখা যাবে। ফলে 'গুঞ্জন সক্সেনা' র ব্যর্থতার পর এবার বায়ুসেনার কাহিনী ঘিরে আবারও বুক বাঁধছে বলিউড।

Post a Comment

নবীনতর পূর্বতন