নিজস্ব প্রতিবেদন:  লতা মঙ্গেশকরের আবাসনে করোনার হানা। শনিবার বিল্ডিং সিল করে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।

জানা গিয়েছে,  দক্ষিণ মুম্বইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডের ওপর প্রভুকুঞ্জ বহুতল সিল করে দেন পুরকর্মীরা। এই আবাসনেই থাকেন লতা মঙ্গেশকর। ওই আবাসনে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে, লতাজি ও তাঁর পরিবার সুস্থ ও নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

লতা মঙ্গেশকরের পরিবারের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, "প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কি না,  তা জানতে আমাদের কাছে ফোন কলের বন্যা বয়ে গিয়েছে। আমরা জানাতে চাই, আবাসনের সোসাইটি ও পুর কর্তৃপক্ষ মিলে বিল্ডিং সিল করে দিয়েছে। আমাদের আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা বাধ্যতামূলক। এই সময়ে সহযোগিতাপূর্ণ আবহ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গণেশ উৎসবও ভীষণই ছিমছামভাবে হচ্ছে।" 

Post a Comment

নবীনতর পূর্বতন