জবর খবর বাংলা

বৃদ্ধ পিতামাতা , দাদা - বৌদি,সহধর্মিণী এবং ৬ মাস ও ১ বছরের দুইটি ফুটফুটে শিশু সহ পরিবারের বর্তমানে আশ্রয়  নিকটস্থ বৃক্ষ তল। 

লাল্টু ভট্টাচার্য্য , নদীয়া : ১৬ অগাস্ট রবিবার রাত ১১:২৫ নাগাদ  হঠাৎই নদীয়া জেলার শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েত অন্তর্গত নতুন পাড়া অঞ্চলে গঙ্গার তীর সংলগ্ন একটি  পাকা  বাড়িতে ধস নামে | বাড়িটি সামনের উদ্যানের অংশ ও সদর দরজার অংশ থেকে ঘরের অংশ বিচ্ছিন্ন হয়ে একেবারে গঙ্গার দিকে ঢোলে পড়েছে | মুহূর্তের মধ্যেই জলমগ্ন হয়েছে ঘর |

এমন ঘটনার প্রতক্ষ্যদর্শী হবার মুহূর্তেই বাড়িতে বৃদ্ধ পিতামাতা , দাদা - বৌদি এবং ৬ মাস ও ১ বছরের দুইটি ফুটফুটে শিশু এবং সহধর্মিনী সহ মোট আট সদস্যের পরিবার নিয়ে রাতারাতি গৃহ সরঞ্জাম ও তল্পিতল্পা গুটিয়ে সুব্রতবাবু আশ্রয় নিয়েছেন নিকটস্থ বৃক্ষ তলে | সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় কিছু মানুষজন |

পেশায় দুগ্ধ ব্যাবসায়ী সুব্রত ঘোষ ও তার পরিবার বছর দুয়েক আগে তাদের পুরোনো বাসস্থান ত্যাগ করে গঙ্গার  তীরবর্তী অঞ্চলে পিলার তুলেই তার ওপর আবাসন নির্মাণ করেছিলেন , কিন্তু কিছুদিন যাবৎ গঙ্গার জল ক্রমশ বেড়ে যাওয়ায় প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হবার উপক্রম হয়েছে  |

আর ঠিক এমত পরিস্থিতিতেই বেশ কিছুদিন ধরে পিলারে জল বসে বাড়িতে ধস নামার  ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন ওই বাড়ির মালিক সুব্রত ঘোষ | বাড়িতে তেমনভাবে কেউ কোনো গুরুতরভাবে জখম না হলেও হাতের আঙুলে চোট পেয়েছেন সুব্রতবাবুর মা , তাছাড়া গুরুতর ভাবে তেমন কেউ তারা আহত হননি | এমনটাই জানাচ্ছেন সুব্রতবাবু |

তবে এমত পরিস্থিতিতে বর্তমানে এই পরিবারটির  একমাত্র আশ্রয় শিবির বৃক্ষতল | প্রসঙ্গক্রমে বলা যায়  শান্তিপুরে গঙ্গার চরেও বেশ কিছু দিন যাবৎ ভাঙছে গঙ্গার পাড় , গঙ্গার তীরবর্তী অঞ্চলের বেশ কিছু বাসিন্দা আতঙ্কে এলাকা ছাড়া হয়েছেন |

নদীয়া থেকে লালটু ভট্টাচার্য্যের রিপোর্ট

Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.

Post a Comment

Previous Post Next Post