জবর খবর বাংলা

সামাজিক দূরত্ব মেনে অথিতি আপ্যায়ন ও অথিতি আপ্যায়ন যেন পরিবারের মধ্যেই থাকে সেই বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।


নিজস্ব প্রতিবেদন- 
সামাজিক দূরত্ব বিধি মেনে রাজ্যে পালিত হল ঈদ-উল-আদহা। কুরবানী ঈদ নামে এই উৎসব বেশী পরিচিত। শনিবার রাজ্যের মুসলিম সমাজ মসজিদ কিংবা বাড়িতে প্রার্থনা করে দিন শুরু করেছেন। যাঁরা বেরিয়েছিলেন তাঁদের দেখা গিয়েছে সামাজিক দূরত্ব মেনে ঈদ উদযাপন করতে। এই পরিবেশে রাজ্যেও কনটেইনমেন্ট জোনের বাইরে শিথিল হয়েছে কোভিড বিধি।কিন্তু স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নজরদারি কড়া থাকায় রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই উৎসব নিয়ে তেমন উত্তেজনা চোখে পড়েনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। বেঙ্গল ইমাম সংগঠনের সভাপতি মহম্মদ ইহাইয়া বলেন, "রাজ্যের ২৬ হাজার মসজিদ কমিটির কাছে বার্তা পাঠানো হয়েছে। প্রতিবার সর্বাধিক ২৫ জনকে প্রার্থনার জন্য মসজিদে প্রবেশাধিকার দিতে হবে। তবে কনটেইনমেন্ট জোনে বন্ধ থাকবে মসজিদ।"


Post a Comment

Previous Post Next Post