দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এতো ঘেরাটোপের মধ্যে থেকেও কোভিড পজিটিভ। দেশের অবস্থা তালে কি ?
আমাদের সবাইকে আরও কতটা সাবধান হতে হবে ?

নিজস্ব প্রতিবেদন- দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ্‌ আজ নিজে টুইট করে তার করোনা রিপোর্ট পসিটিভ আসার খবর জানান। সুত্রের খবর আমিত শাহ্‌ কে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। তিনি তার টুইটে বলেছেন " উপসর্গ দেখে টেস্ট করি, রিপোর্ট পজিটিভ হয়। যারা যারা আমার সংস্পর্শে এসেছেন তারা আইসোলেশনে থাকুন এবং টেস্ট করান "।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে আমিত শাহ্‌ এর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন