জবর খবর বাংলা

লালটু ভট্টাচার্য্য , নদীয়া : সাহিত্যিক , মনীষী ও বুদ্ধিজীবীদের মতে দেশে প্রকৃত শিক্ষার জাগরণ না ঘটলে মানুষের মস্তিস্ক বিকশিত হবে না | আর মস্তিকের বিকাশ না ঘটলে বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাধীনতা অর্জন একেবারেই অসম্ভব | আর ঠিক একই কারণে রামমোহন থেকে বিদ্যাসাগর , ডিরোজিও থেকে আম্বেদকর প্রত্যেকেই শিক্ষা বিস্তারের ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন | এবং মুসলিম সমাজে শিক্ষা বিস্তারের ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ খান | যার প্রচেস্টায় গড়ে উঠেছিল আলীগড় বিশ্ববিদ্যালয় |

শান্তিপুর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর আলোকবর্ষের নেতৃত্বে আর্থিক অনগ্রসর সম্প্রদায়ের জন্য গড়ে উঠেছে মুক্ত পাঠাগার , যেখানে সমাজে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীরা পঠন পাঠনের ব্যাপারে যথেষ্ট সহায়তা পেতে চলেছেন এবং  পাচ্ছেন |  পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল 9:00 সময় আলোকবর্ষের পতাকা উত্তোলন হয় শান্তিপুর মুক্ত পাঠাগারের সামনে | আর ঠিক এরপরেই লাইব্রেরির ব্যাপারে উৎসাহী দুস্থ মেধাবী  ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে চলে লাইব্রেরি কার্ড বিতরণ কর্মসূচি | তাৎপর্যপূর্ণভাবে স্কলারশিপ প্রদান করা হয় মাধ্যমিক উত্তীর্ণ লাইব্রেরির 3 জন ছাত্রীকে | অর্পিতা দত্ত , স্কলারশিপ পেয়েছেন 1000 টাকা ,( মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার 549 ) অর্পিতা বসাক , স্কলারশিপ পেয়েছেন 700 টাকা  (প্রাপ্ত নাম্বার 516) এবং শম্পা সাধুখা , স্কলারশিপ পেয়েছেন 500 টাকা  ( প্রাপ্ত নাম্বার 507 ) ;  এছাড়াও আলোকবর্ষের পক্ষ থেকে এদের দেয়া হয়েছে সার্টিফিকেট ,ফাইল এবং কলম |

ঠিক এরপরেই শান্তিপুর আলোকবর্ষের কর্ণধার শুভঙ্কর দে 'র নেতৃত্বে আলোকবর্ষের সমস্ত সদস্যমন্ডলী রওনা দেন শান্তিপুর শহর অন্তর্গত মানিকদিঘি গ্রামে | সেখানে আর্থিক অনগ্রসরপূর্ণ শিশুদের উদ্দেশ্যে বিতরণ করা হয় অঙ্কনের সামগ্রী এবং কিছু খাদ্যদ্রব্য |

শান্তিপুর আলোকবর্ষের কর্ণধার শুভঙ্কর দে মহাশয় জানাচ্ছেন শুধু স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয় , সারাবছরই তারা এইভাবেই মানুষের পাশে আছেন , ছিলেন এবং থাকবেন | 

নদীয়া থেকে লালটু ভট্টাচার্য্যের রিপোর্ট

Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.

Post a Comment

Previous Post Next Post