লালটু ভট্টাচার্য্য , নদীয়া : স্বাধীনতা দিবসে সকাল 8:30 সময় শান্তিপুর শহর অন্তর্গত রাজাপুর বটতলায় জাতীয় পতাকা উত্তোলন এবং রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো শান্তিপুর সাফল্য ঐক্যতান ক্লাব ব্যান্ডের নেতৃত্বে | পতাকাটি উত্তোলন করলেন শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য মহাশয় |
বর্তমানে স্বাধীনতা কি একপ্রকার স্বাদ হীনতা ? স্বাধীনতা কি খায় না গায়ে মাখে ? স্বাধীনতা না কি অন্যের অধীনতা ? প্রশ্নগুলি তির্যক ভাবে হয়তো আমার আপনার শ্রবণ শক্তিকে বিদ্ধ করছে , বিদ্ধ করছে আমার আপনার অন্তরকে | আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি স্বাধীন কিনা , উত্তর পাবে | বর্তমানে দোর্দন্ড প্রতাপ অর্থনীতির কাছে আপনার আমার স্বাধীনতা না থাকলেও স্বাধীনতা ছিল প্রকৃতির কাছে | কিন্তু বর্তমানে করোনা ও তার জেরে লক্ডউনের বিষাক্ত থাবা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে , প্রভাব ফেলেছে শিশু মনেও |
পাল্টে গেছে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট | প্রতি বছরই এই দিন সকালে ঘুম ভাঙে লতাজির ' এ মেরে বতন কি লোগো ' , ' সা রে জাঁহাসে আচ্ছা ' ও 'বন্দেমাতরম' এর সুরে | এবছর মুষ্টিমেয় ক্লাব বা বারোয়ারি থেকে সেই সুরেলা আওয়াজ ভেসে এলেও তার সাথে যেন একটা মানুষের হতাশা ও বিষাদ মিলে মিশে একাকার হয়ে গেছে |
আবার বর্তমান প্রেক্ষাপটেই রাজনৈতিক দলগুলির মধ্যে কেউ রাম রাজত্ব প্রতিষ্ঠা করে হিন্দুত্ববাদকে জাহির করতে চাইছে , অন্যদিকে কেউ অত্যাধিক মুসলিম তোষণ নীতি প্রয়োগ করে সংখ্যালঘু ভোট করায়ত্ত করতে মরিয়া প্রচেষ্টা বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছেন | আর ঠিক এই বিষয়গুলিকে লক্ষ্য করেই শান্তিপুর সাফল্য ঐক্যতান ক্লাব ব্যান্ডে স্বাধীনতাদিবসের দিবসের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো রাখীবন্ধনের অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির বার্তা প্রেরণ করা হলো | স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে সাফল্য কোচিং সেন্টারের ছাত্রীরা সাফল্য ঐক্যতান ক্লাব ব্যান্ডের ছাত্রদের হাতে বন্ধন করলেন হলুদ সুতোর বন্ধনে জাতীয় পতাকার তেরঙ্গা কালারের রাখি | আবার রাখির প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাচ্ছে মহাভারতে আহত শ্রীকৃষ্ণের হাতে কাপড়ের আঁচল কেটে বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী , অন্যদিকে দৈত্যরাজা বলির হাতে রাখি বেঁধেছিলে বিষ্ণু পত্নী লক্ষী | 326 সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডার পত্নী বিরোধী সম্রাট পুরুর হাতে রাখি বাঁধেন | 1535 সালে রানী কর্ণাবতী রাখি বাঁধেন সম্রাট হুমায়ুনের হাতে , আবার 1905 সালে রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখিবন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকার জন্য |
অর্থাৎ সুপ্রাচীন কাল থেকেই রাখি একটি রক্ষার বন্ধন বা প্রতীক হিসাবে কাজ করে থাকে | আবার সাম্প্রদায়িক সম্প্রিতি ছাড়াও কোভিড 19 এর মতো মারণ ভাইরাসের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আক্রমণ করছে ---- আর এই সমস্ত কিছু প্রতিরোধের জন্যই রাখি বন্ধন ---- এমনটাই জানাচ্ছেন সাফল্য ঐক্যতান ব্যান্ডের কর্ণধার লালটু ভট্টাচার্য্য।
নদীয়া থেকে লালটু ভট্টাচার্য্যের রিপোর্ট
Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.
Post a Comment