দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই । বছরের পর বছর ধরে অস্বীকার করার পর অবশেষে পাক সরকার স্বীকার করল যে ভারতের 'মোস্ট ওয়ান্টেড ম্যান' অর্থাৎ মুম্বই হামলার মূল চক্রী দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচির বাসিন্দা
দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই । বছরের পর বছর ধরে অস্বীকার করার পর অবশেষে পাক সরকার স্বীকার করল যে ভারতের 'মোস্ট ওয়ান্টেড ম্যান' অর্থাৎ মুম্বই হামলার মূল চক্রী দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচির বাসিন্দা । পাক প্রশাসন দাউদের ঠিকানাও জানিয়েছে । করাচির ক্লিফটনে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউস । এটাই আন্ডারওয়ার্ল্ড ডনের বাড়ির ঠিকানা । কিন্তু পাক সরকারের এ হেন স্বীকারোক্তির কারণ কী?
ফিনান্সিয়াল অ্যাকশন টার্স্ক ফোর্স (এফএটিএফ)-এর মতো আন্তর্জাতিক মঞ্চ পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে পারে । তা ঘটলে বিপুল আর্থিক ধাক্কার মুখে পড়তে পারে ইসলামাবাদ । সেই আশঙ্কায় ১২ বছর পর মুম্বই হামলার মূলচক্রীদের বিরুদ্ধে মরিয়া পদক্ষেপ করল পাকিস্তান । সে দেশের ৮৮টি সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের নেতাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ইমরান খান সরকার । তাই চাপে পড়ে এবার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে ইসলামাবাদ । ইসলামাবাদ যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তাদের মধ্যে রয়েছে হাফিজ সইদ, মাসুদ আজহার, জাকিউর রহমান লকভির মতো জঙ্গি গোষ্ঠীর পাণ্ডারা । পাকিস্তানের এই তালিকায় রয়েছে দাউদ ইব্রাহিমের নামও ।
পাক প্রশাসনের তরফে গত দু’টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । তার একটিতে নাম রয়েছে জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদ, জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহার এবং আন্ডারওয়ার্ল্ড ডন তথা মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত দাউদ ইব্রাহিম । অন্য একটি বিজ্ঞপ্তিতে জামাত উদ দাওয়া, জইশ ই মহম্মদ, তালিবান, আইএসআইএস, হক্কানি নেটওয়ার্ক, আল কায়দা এবং আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের নাম রয়েছে । লকভির বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের যে পাকিস্তানে ঘাঁটি রয়েছে তাও স্বীকার করে নিয়েছে ইসলামাবাদ । পাক প্রশাসনের তরফে সেই ঠিকানাও জানানো হয়েছে । করাচির সৌদি মসজিদের কাছে ক্লিফটন এলাকায় ‘হোয়াইট হাউস’ নামে একটি বাড়ি রয়েছে দাউদের । এ ছাড়া করাচিতেই তার আরও দু’টি ঠিকানার উল্লেখ করা হয়েছে ।
Post a Comment