প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র ।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলে গেলেন । প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র । পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ।
শেষকৃত্য যদি অন্যদিন হয়, সেইদিনও একইভাবে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে । ১ সেপ্টেম্বর রাজ্যের পুলিশ দিবস । প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ওই দিবস ৮ সেপ্টেম্বর পালন করা হবে ।
It is with deep sorrow I write this. Bharat Ratna Pranab Mukherjee has left us. An era has ended. For decades he was a father figure. From my first win as MP, to being my senior Cabinet colleague, to his becoming President while I was CM...(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 31, 2020
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে দেশে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে, ৩১ আগস্ট থেকে ৭ ই সেপ্টেম্বর পর্যন্ত ভারতবর্ষে সাত দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে ।
Post a Comment