জবর খবর বাংলা

স্বাধীনতা দিবসে নজির গড়লো শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংস্থা " শান্তিপুর নবজাগরণ "

লালটু ভট্টাচার্য্য নদীয়া : দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন ,পরবর্তীতে 1947 এ  স্বাধীনতা এসেছে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, স্বাধীন দেশের সুশিক্ষিত সমাজের বেশিরভাগটাই অবগত এ বিষয়ে | বর্তমানে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে কোভিড 19 এর আগ্রাসন মানুষের আর্থ সামাজিক স্বাধীনতা হরণ করেছে | টান পড়েছে মধ্যবিত্তের ভাঁড়ারে , প্রতিবারের মতো পাড়ার ক্লাবগুলিতে বাজে নি দেশাত্মবোধক সঙ্গীত , বিদ্যালয়েও ভিড় নজরে পড়েনি , অনুষ্ঠিত হয়নি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান | কিন্তু তা সত্ত্বেও স্বাধীনতা দিবসের সকালে পতাকা উত্তলোনের হয়েছে শহরের কোনায় কোনায় কোথাও রাজনৈতিক নেতৃত্ব আবার কোথাও সমাজকর্মীদের নেতৃত্বে |

এমনভাবেই নজিরবিহীন ভাবে এক অনন্য  স্বাধীনতা দিবসের নজির গড়লো শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিপুর নবজাগরণ | স্বাধীনতা দিবসের দিন সাধারণত এলাকার গণ্যমাণ্য প্রভাবশালী ব্যাক্তিত্ব বা রাজনৈতিক ব্যাক্তিবর্গকেই পতাকা উত্তোলন করতে দেখেছে দেশ |  কিন্তু সম্পূর্ণ উল্টো পথে হেঁটে শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন অঞ্চলে নবজারণের নেতৃত্বে পতাকা উত্তোলন করলেন সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হওয়া কিছু মানুষজন | তাদের নেতৃত্বেই ভারতবর্ষের জাতীয় পতাকার উত্তোলন ঘটলো যাদের ছাদ খোলা আকাশ , বাড়ির দেয়াল অর্থে রেলওয়ে প্লাটফর্ম | আর দুবেলার দুমুঠো অন্যের যোগানদাতা সেই রনা প্রসাদ ভট্টাচার্য্য নেতৃত্বাধীন শান্তিপুর নবজাগরণ |

জীবনের কোনো এক কাল বৈশাখীর দমকা ঝরে নিজের পরিবার পরিজন হারিয়ে সমাজের "না জানি পুরের কি জানি "পথের পথিকের ন্যায় উদ্ভ্রান্ত | ওদেরও আছে বাঁচার অধিকার , ওদের কাছে স্বাধীনতা একপ্রকার স্বাধীনতা | ওরাও পেতে চাই শিক্ষার অধিকার , স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার , গণতন্ত্রের অধিকার | ওদের কাছে " ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় , আর পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি " |

আর শান্তিপুর নবজারণের কাছে এরাই যেন পরিবার হয়ে উঠেছে , এদের কাছে প্রতিদিনই দুবেলা আহার পৌঁছে দিচ্ছে নবজাগরণ | এদের সবার সাথেই নিবিড় বন্ধুত্ব গড়ে উঠেছে নবজাগরনের সদস্যদের | তাইতো সমাজে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ও ব্রাত্য মানুষদের হাতেই ছেড়ে দেয়া হলো পতাকা উত্তোলনের দায়িত্ব | 

নদীয়া থেকে লালটু ভট্টাচার্য্যের রিপোর্ট

Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.

Post a Comment

Previous Post Next Post