জবর খবর বাংলা

সরকারি নিয়মে মাস্ক পরা এখন বাধ্যতামূলক আর সেই কারণেই সেই মাক্স এর উপরেই তৈরি করা হচ্ছে রাখি ।


নিজস্ব সংবাদদাতা চন্দননগর- ভ্রাতৃত্ববন্ধনে ভাইদ্বিতীয়ার পর রাখি উৎসব সব থেকে বড় উৎসব। বর্তমানে এই উৎসব নানা ভাবেই পালন হয় ভাই-বোন থেকে রাজনৈতিকভাবেও । কিন্তু এবার করোনা সংক্রামণ অন্য পাঁচটা উৎসবে যেমন বাদ সেঁধেছে এক্ষেত্রেও তেমনি ঘটতে চলেছে ।


তবে এবার সেই রাখি উৎসব কে বাঁচিয়ে রাখতে এবং বোনেদের সুরক্ষার কথা ভেবে অন্য এক রাখি উৎসব পালনের জন্য অভিনব পন্থা নিয়েছে । সরকারি নিয়মে মাস্ক পরা এখন বাধ্যতামূলক আর সেই কারণেই সেই মাক্স এর উপরেই তৈরি করা হচ্ছে রাখি ।


বাগবাজার সরস্বতী সংঘ ও প্রথম ফাউন্ডেশনের তরফে বিশেষ রাখি বন্ধন উৎসব পালন। চন্দননগর স্টেশন রোডে পালন করা হচ্ছে এই উৎসব। সামাজিক দূরত্ব বিধি মেনে , হাতে স্যানিটাইজার দিয়ে বোন ভাইয়ের হাতে তুলে দিচ্ছে ‘ মাস্ক রাখি ’ আবার একই ভাবে দাদা বোনের হাতে তুলে দিচ্ছে ওই রাখি মাস্ক। করোনা থেকে ভাই বোনদের রক্ষা করতেই এমন অভিনব উদ্যোগ তাদের।




Post a Comment

Previous Post Next Post