জবর খবর বাংলা

লাল্টু ভট্টাচার্য্য , নদীয়া :   বর্ষার মরসুমে ফলের বাজারে চলছে চারিদিকে আনারসের দাপট | শুধু ফলের বাজারেই নয় , বাজার ঘুরলেই দেখা যাচ্ছে সবজির বাজারেও চারিদিক দিয়েই উঁকি ঝুঁকি মারছে আনারস | আনারস একটি অতি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সুস্বাদু ফল | পশ্চিমবঙ্গের বহু জায়গাতেই আনারসের চাষ হয় | বর্ষা কালীন ফল হিসাবে আনারস বিশেষ জনপ্রিয় | এটি একপ্রকার বিরূথ শ্রেণীর উদ্ভিদ | ইংরেজিতে এই ফল পাইন আপেল বলে পরিচিত | 


এখন   এক নজরে আনারসের ঔষধি গুনাগুনের প্রতি আলোকপাত করা যাক |

  1. আনারস আমাদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করে | 
  2. প্রচুর পরিমানে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ থাকায় আমাদের দেহের হারকে মজবুত রাখে |  
  3. ক্যালসিয়াম থাকায় আমাদের শরীরের দাঁত ও মাড়ির যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে |   
  4. আনারসে ব্রোমেলিন থাকার কারণে আমাদের বিপাকীয় শক্তিকে আরও উন্নত করে , এবং বদহজম থেকে শরীরকে মুক্ত করে |    
  5. মানবদেহে শিরা , ধমনী ও হৃৎপিণ্ডে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় | 
  6. এই ফলে বিটা ক্যারোটিন থাকার ফলে আমাদের চোখ সংক্রান্ত কোনো রোগ হবার সম্ভানাকে নিরাময় করে |      
  7. আনারসের পাতার রস আমাদের শরীরে কৃমিনাশক ঔষধ হিসাবে মুখ্য ভূমিকা পালন করে |                    
  8. গলা ব্যাথা , ব্রঙ্কাইটিস , নাক দিয়ে জল পড়া , সর্দি শ্লেষা --- এই সমস্ত রোগে আনারসের রস ঔষদের বিকল্প হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে |                       
  9. শরীরে ব্যাথা ও প্রদাহ জনিত কিছু হলে আনারসের রস  গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে |     
  10. এই ফলে ভিটামিন ' C ' এর উপস্থিতি আমাদের দেহের চুলের ঔজ্বল্ল্য বৃদ্ধি করে , ও চুল পড়ার হাত থেকে শরীরকে রক্ষা করে |         
  11. এই ফলের রস দেহের ত্বককে উজ্জ্বলতা ও  কোমলতা বৃদ্ধি করে |                         
  12. আনারসে ভিটামিন ' C ' এর উপস্থিতি ব্রণ , কারবঙ্কু প্রভৃতি নিরাময়ে সাহায্য করে |           
  13. পা - ফাটা ও ঠোঁট ফাটা সারিয়ে তোলে |                    
  14. এই ফলের রস শিশুদের রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ সক্ষম |             
  15. আনারসের উৎপত্তি : আনারসের আদি জন্ম দক্ষিণ আমেরিকা মহাদেশে | বর্তমানে ক্রান্তীয় অঞ্চলে এই  ব্যাপক চাষ আবাদ হচ্ছে বলেই সূত্রের খবর |


যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান আনারসে থাকে :

  1. ভিটামিন A 
  2. ভিটামিন C 
  3. ক্যালসিয়াম 
  4. পটাসিয়াম 
  5. ফসফরাস 
  6. ম্যাঙ্গানিজ 
  7. ক্যারোটিন 
  8. ব্রোমেলিন


আনারসে যে সকল সতর্কতা অবলম্বনের প্রয়োজন : 

  1. চিকিৎসকদের সমীক্ষায় বলা হচ্ছে  আনারস খাবার ফলে অনেকেরই এলার্জি দেখা দিতে পারে | সেই কারণে সতর্কতা বসত এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে লবন - চিনি মাখিয়ে তবেই খাওয়া উচিত |                        
  2. গর্ভবতী নারীদের এই ফল না খাওয়ায় ভালো , এ বিষয়ে ডাক্তারি পরামর্শ নেওয়া অতি জরুরি |      
  3. আনারসে এসিডিটি থাকার কারণে বেশি আনারসের রস পান করলে মুখের ভিতর ও গলায় শ্লেষ্মা তৈরী হয় |              
  4.  এই ফলের রস অত্যাধিক পান করলে পেতে ব্যাথাও শুরু হতে পারে |                     
  5. আনারসের রোষে ব্রমিলেইন থাকায় দেহের প্রোটিনকে নষ্ট করে , অন্যদিকে এলার্জির সংক্রমণ বৃদ্ধি করে |               
  6. যারা বাতের ব্যাথা বেদনায় কষ্ট পাচ্ছেন তাদের এই ফলের রস না পান করাই স্বাস্থ্যের পক্ষে মঙ্গল | ইটা মানব শরীরে এলকোহলে পরিণত হয় |            
  7. এই ফলে অত্যাধিক চিনির পরিমান বেশি থাকার কারণে সুগারের রোগীদের আনারসের রস পান না করাটাই মঙ্গলজনক |             
  8. এই ফলে যে ব্রমিলেইন থাকে , সেটা দিয়ে ঔষধ বানানো হয় , কোনো রোগী এন্টিবায়োটিক ধরণের ঔষধ খেলে তার পার্শপ্রতিক্রিয়া দেখা দেবার সম্ভাবনায় বেশি |       
  9. আনারসের জুস দেহের পক্ষে ক্ষতিকর ও বিষাক্ত | বেশি আনারসের রস পান করলে মানব দেহে বমির প্রবণতা সৃষ্টি হতে পারে |

আনারসের আদি জন্ম দক্ষিণ আমেরিকা মহাদেশে | বর্তমানে ক্রান্তীয় অঞ্চলে এর ব্যাপক চাষ আবাদ চলছে |

নদীয়া  থেকে লাল্টু ভট্টাচার্য্যের রিপোর্ট

Disclaimer: This story is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News.

Post a Comment

Previous Post Next Post