জবর খবর বাংলা

 মানুষ কেন, বাঁদরের উপরেও ওই ভ্যাকসিন প্রয়োগ করার প্রশ্ন নেই


সংগৃহীত: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোড়াতেই জানিয়েছিলেন, রাশিয়ার ভ্যাকসিন তাঁরা ছুঁয়েও দেখবেন না । আজ একটি মার্কিন সংবাদ সংস্থা দাবি করল, রুশ প্রশাসন তাদের কাছে জানিয়েছে, করোনা-আক্রান্ত আমেরিকার দিকে ‘যুগান্তকারী সহযোগিতার’ হাত বাড়িয়ে দিয়েছিল তারা । কিন্তু বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে ওয়াশিংটন সেই সাহায্য ফিরিয়ে দিয়েছে । শুধু আমেরিকা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও উল্লেখযোগ্য সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় রাশিয়ার ‘স্পুটনিক ভি’-কে রাখেনি । তারা জানাচ্ছে, রুশ ভ্যাকসিনটি সম্পর্কে যথেষ্ট তথ্য তাদের হাতে নেই ।

রুশ প্রশাসনের এক কর্তা আজ ওই মার্কিন সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আমেরিকার দিক থেকে রাশিয়ার প্রতি সব সময়ই একটা অবিশ্বাস কাজ করে । এই অবিশ্বাস থেকেই আমাদের তৈরি ভ্যাকসিন, পরীক্ষা পদ্ধতি, চিকিৎসা— কিছুই গ্রহণ করবে না আমেরিকা ।’’ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানি জানান, রাশিয়ার নতুন ভ্যাকসিন নিয়ে প্রেসিডেন্টকে ব্রিফ করা হয়েছে । কিন্তু আমেরিকার যে সম্ভাব্য ভ্যাকসিন, তা আরও উচ্চমানের এবং সেটি তৈরিতে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের পরীক্ষা জোর গতিতে চলছে ।

 মার্কিন প্রশাসনের কয়েক জন কর্তা অবশ্য বেশ আক্রমণাত্মক সুরে বলেন, ‘‘আমেরিকার কাছে রুশ ভ্যাকসিন হল অর্ধেক রান্না করা খাবার । আমেরিকার ও নিয়ে কোনও আগ্রহ নেই । বিষয়টাকে গুরুত্বই দিচ্ছি না আমরা । মানুষ কেন, বাঁদরের উপরেও ওই ভ্যাকসিন প্রয়োগ করার প্রশ্ন নেই ।’’

গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, তাঁদের গবেষণা সফল । তাদের ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ তৈরি । তাঁর নিজের মেয়ে মারিয়ার শরীরে প্রয়োগ করা হয়েছে সেটি । কিন্তু এর পরেই জানা যায়, ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ শুরু হয়নি । তার আগেই ভ্যাকসিন প্রয়োগে অনুমতি দিয়ে দিয়েছে রাশিয়া । বিতর্ক শুরু হতে দেরি হয়নি । ব্রিটেন থেকে জার্মানি, আমেরিকা, বিশ্বের প্রায় সব প্রান্তের বিজ্ঞানীরা রুশ ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়াকে ‘অনৈতিক’ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন ।

Post a Comment

Previous Post Next Post