14 অগাস্ট বিকালে পতাকা উত্তোলন করায় কৌতুহল সাধারণের
লাল্টু ভট্টাচার্য্য , নদীয়া - 14 অগাস্ট বিকালে শান্তিপুর ভারতমাতা মোর সংলগ্ন অঞ্চলে বসাক ডেকোরেটর্স এর মালিক শ্রী প্রদীপ বসাকের বাড়ির ছাদে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করতে প্রতক্ষ্য করা গেছে । এর সাথে দেশাত্মবোধক গানের আওয়াজও শুনতে পান এলাকাবাসী । ঘটনাটি মুহূর্তের মধ্যেই এলাকার স্থানীয়দের নজরে আসে ।
আমরা প্রত্যেকেই জানি 15 ই অগাস্ট স্বাধীনতা দিবস । আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যেই বাড়ির ছাদে , বিদ্যালয়ে , অফিসে পতাকা তোলেন ; কিন্তু 14 ই অগাস্ট কাউকেই পতাকা তুলতে প্রতক্ষ্য করা যায় না | সমস্ত ঘটনাটিতে লক্ষ্য করে প্রত্যেককেই অবাক হয়েছেন ?
ভিডিও : লাল্টু ভট্টাচার্য্য , নদীয়া
এরপর এই বিষয়ে প্রদীপবাবুর বাড়িতে যোগাযোগ করলে জানতে পারা যায় বাড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুশীলন চলছিল , আর সেই কারণেই এই পতাকা উত্তোলন ।
Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.
Post a Comment