জবর খবর বাংলা


লাল্টু ভট্টাচার্য্য , নদীয়া : নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়ার বালাজি লজে নদীয়া জেলার   দক্ষিণের সমস্ত আসনগুলি নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা | উপস্থিত ছিলেন রানাঘাট কেন্দ্রের সাংসদ শ্রী জগন্নাথ সরকার , নদীয়া জেলা বিজেপির সভাপতি শ্রী অশোক চক্রবর্তী , শান্তিপুর শহর বিজেপির কর্মকর্তা বিপ্লব কর সহ অন্যান্য নেতৃত্ব |

উক্ত আলোচনা সভায় নদিয়ার দক্ষিণের মোট আট নয়টি অঞ্চল নিয়ে বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর | উক্ত আলোচনা সভায়  তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের রূপরেখা নির্ণয় করা হয় , নদিয়ার দক্ষিণের প্রতিটি অঞ্চল থেকেই উপস্থিত ছিলেন একজন করে জনপ্রতিনিধি | উক্ত সভায় সাংগঠনিক রূপরেখা নির্ণয় করার পাশাপাশি জনপ্রতিনিধিদের পৃথক পৃথক দায়িত্ব সম্পর্কেও অবগত করানো হয় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে | কার্যত বলা যেতেই পারে তৃণমূলের বিরুদ্ধে জোর লড়াই দিতে চলেছে বিজেপি | অন্যদিকে সাংসদ জগন্নাথ সরকার জানাচ্ছেন তারা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী |


নদীয়া  থেকে লাল্টু ভট্টাচার্য্যের রিপোর্ট

Disclaimer: This story & Video is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News & The authenticity of the video has not been verified.

Post a Comment

Previous Post Next Post