নিজস্ব প্রতিবেদন : করোনা আবার কেরে নিল ৩৪ বছরের আর একটি সুন্দর প্রান, সংক্রমনে এবার মারা গেলেন চন্দননগরের বাসিন্দা প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নাম সৌমি সাহা, বাড়ি চন্দননগরের মুন্সিপুকুর, হুগলী পোলবায় একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। পরিবারের তরফ থেকে জানা গেছে কিছুদিন ধরেই জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। করোনা পরীক্ষা করালে রেজাল্ট পসিটিভ আসে। ডাক্তার এর কাছে গেলে তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। আর তাতেই হোল হীতে বিপরীত। শারীরিক অবনতি হতে শুরু করলে তাকে  ব্যান্ডেলের  ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে মারা যান, শেষ রক্ষা করা যায়নি। ওনার মা ও করোনা পসিটিভ নিয়ে চন্দননগর হাসপাতাল এ ভর্তি আছেন।
সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, লকডাউন এর মধ্যেই মাস দেরেক আগে এক ভিন রাজ্যের যুবকের সাথে সৌমি সাহা বিবাহ করেন।

উল্লেখ- সোমবার করনায়ে আক্রান্ত হয়ে মারা যান চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট আটত্রিশ বছরের দেবদত্তা রায়। আর মঙ্গলবার সকালে ৩৪ বছরের সৌমি সাহা।
জেকে বাংলা আপনাদের কাছে অনুরোধ করছে, দয়াকরে মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব মেনে চলুন।     


Post a Comment

নবীনতর পূর্বতন