জবর খবর বাংলা


পিটিআই থেকে সংগৃহিত: বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অযোধ্যায় অনুষ্ঠিত হবে রামমন্দির নির্মাণের কাজ অর্থাৎ ভুমিপুজো । আর এই অনুষ্ঠানে অংশ নিতে মন্দির ট্রাস্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে । ৩ অথবা ৫ আগস্ট এ অনুষ্ঠিত হবে এই সুচনানুষ্ঠান । কিন্তু এই সূচি নিয়ে মতানৈক্যের জন্য চুড়ান্ত হয়নি দিনক্ষণ । 

ট্রাস্টের মুখপাত্র মহন্ত কোমল মোহন জানিয়েছেন, " আমরা গ্রহ নক্ষত্রের হিসাব করে দুটো সম্ভাব্য তারিখ রেখেছি, ৩ আগস্ট ও ৫ আগস্ট । প্রধানমন্ত্রী যেদিন আসতে পারবেন সেদিন অনুষ্ঠিত হবে সুচনানুষ্ঠান । 

গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট এই মামলার রায় দিয়েছিল । বিতর্কিত জমি সরকারের হাতে তুলে দেওয়া হয় রামমন্দির বানাতে । 

পাশাপাশি ফৌজবাদ জেলায় পছন্দসই ৫ একর জমি তুলে দিতে হবে মুসলমানদের হাতে । সেখানেই নির্মিত হবে মসজিদ । 

Post a Comment

Previous Post Next Post