শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি মসজিদে নমাজ চলাকালীন প্রচণ্ড বিস্ফোরণে ২১ জন প্রাণ হারিয়েছেন । জখম হয়েছেন অন্তত কুড়ি জন ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নমাজ শেষ হওয়া মাত্র, মসজিদের মধ্যে থাকা ছয়টি এয়ারকন্ডিশনার যন্ত্র একসঙ্গে বিস্ফোরণ ঘটে । কিন্তু কী ভাবে এক সঙ্গে সব ক’টি এসি একসঙ্গে বিস্ফোরিত হল, তা নিয়ে পুলিশ থেকে দমকল বাহিনী— সকলেই ধন্দে । পুলিশের তদন্তকারী দলের এক সদস্য জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হয়েছে, জমা হওয়া গ্যাসে আগুন লেগেই সম্ভবত ভয়ানক বিস্ফোরণটি হয়েছে । দোতলা মসজিদ ভবনের নীচের তলাটি সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায় । ভিতর থেকে কাচ ও আসবাব ছিটকে এসে রাস্তায় পড়ে ।
ঘটনার সময়ে অন্তত ৫০ জন নমাজ পড়ছিলেন । কয়েকজন শিশুও ছিল সেখানে । তাৎক্ষণিক ভাবে এলাকার মানুষ উদ্ধার কাজ শুরু করে । পরে পুলিশ ও দমকল বাহিনী এসে হাত লাগায় । ঘটনাস্থলেই ২ জন মারা যান । ৩৭ জনকে পাঠানো হয় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে । সেখানে মারা যান বাকিরা । মারা গিয়েছেন মসজিদের মুয়াজ্জিন ও তাঁর পুত্রও । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, জখমদের আশঙ্কাজনক অবস্থা। মৃতের সংখ্যা বাড়তে পারে ।
Post a Comment