লাল্টু ভট্টাচার্য্য, নদিয়া : 14 সেপ্টেম্বর , সোমবার সকাল 9:30 নাগাত নদিয়ার শান্তিপুর শহর অন্তর্গত আশানন্দ পাড়ায় অবস্থিত শান্তিপুর সাহিত্য পরিষদ সংলগ্ন অঞ্চলে দুচোখে একরাশ স্বপ্নের প্রত্যাশা নিয়ে জন্ম নিলো শান্তিপুর একটি সামাজিক সংগঠন " শান্তিপুর স্বপ্ন " ।

শান্তিপুরের অন্যতম সংস্কৃতি প্রেমী মানুষ সুশান্ত মঠ, রানাঘাট কলেজের অধ্যাপক সোমনাথ কর, নদিয়ার যুগবার্তার সম্পাদক সঞ্জিত কাষ্ঠ , সমাজকর্মী মোহর দে বিশ্বাস প্রমুখ ছাড়াও আরো অন্যান্য নেতৃত্বে বক্তব্য উপস্থাপনের মাধ্যমে উক্ত সভার শুভারম্ভ ঘটে এবং তাৎপর্যপূর্ণভাবে প্রত্যেকেই রাজনীতির বাইরে বেরিয়ে এসে এই ধরনের সামাজিক সংগঠন করার সপক্ষে তাদের মতামত সওয়াল করেন । এরপরেই শুরু হয় অধ্যাপক সোমনাথ কর ও পরিবেশ কর্মী সঞ্জিত কাষ্ঠের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচী ।
এছাড়াও উক্ত সংস্থার কর্ণধার পার্থ প্রামাণিক জানালেন একদম জিবিকামুখী পড়াশোনার উদ্যোগ নিতে চলেছে নতুন সামাজিক সংগঠন "শান্তিপুর স্বপ্ন " ।
Post a Comment