জবর খবর বাংলা
সংগৃহীত: বেশ কিছু দিন কম থাকার পরে বিধাননগর এলাকায় ফের বাড়ল করোনায় আক্রান্তের সংখ্যা । বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন । তবে আগের থেকে সুস্থতার হারও বেড়েছে অনেকটাই ।

পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৩৪ জন । তার মধ্যে সুস্থ হয়েছেন ৪৯০৮ জন । মৃত্যু হয়েছে ৫০ জনের । গত তিন মাসে পাঁচ হাজারেরও বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন । সম্প্রতি বিধাননগর পুলিশ কমিশনারেটের কয়েক জন পদস্থ কর্তাও আক্রান্ত হয়েছেন করোনায় । 

করোনার প্রকোপ বিধাননগরের কোনও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই । সল্টলেকের একাধিক ব্লক থেকে শুরু করে রাজারহাট-গোপালপুরের বিভিন্ন এলাকাতেও করোনা  প্রকোপ দেখা যাচ্ছে । তবে পুরসভা সূত্রের খবর, ৮০ শতাংশেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন । বর্তমানে বিধাননগরে ‘অ্যাক্টিভ’ কেসের সংখ্যা ৬৭৬ । তবু বাসিন্দাদের একাংশের মধ্যে নিয়ম না মানার প্রবণতা কমছে না । রাস্তাঘাটে, আড্ডা দেওয়ার সময়ে, মাঠে, পার্কে, বাজারে অনেককেই মাস্ক না পরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে । এদের জন্য পুরসভার বিশেষ ব্যাবস্থা গ্রহণ করা প্রয়োজন । 

Post a Comment

Previous Post Next Post