জবর খবর বাংলা

সার্ভার ডাউনে বিশ্বজুড়ে অচল হল gmail 


সানফ্রান্সিসকো: সার্ভার ডাউন gmail-এর। ঠিকভাবে কাজ করছে না gmail। বৃহস্পতিবার সকাল থেকেই এই সমস্যা শুরু হয়েছে। জানা গিয়েছে, দেশজুড়ে তো বটেই, বিশ্বের বিভিন্ন জায়গায় gmail লগ ইন করা যাচ্ছে না।


শুধু লগ ইনের সমস্যাই নয়, কোনও মেলে কোনও অ্যাটাচমেন্ট পাঠাতেও সমস্যা হচ্ছে। নেট নির্ভর এই দুনিয়ায় এক মুহুর্তে গুগল, জি-মেল ছাড়া চলার উপায় নেই। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষকে।


অন্যদিকে, এই দুর্ভোগের কারণ হিসেবে গুগল কর্তৃপক্ষ জানান, জি-মেলের সার্ভার আপাতত ডাউন হয়ে আছে। তাই এই বিপত্তি। মেরামতির কাজ চলছে।

Post a Comment

Previous Post Next Post