শ্রীনগরের রাস্তায় পান্থ চকে এই গোলাগুলির ঘটনার খবরে মুহূর্তে এলাকায় নিরাপত্তাবাহিনীর বিশাল সংখ্যক জওয়ান হাজির হয়ে যায়। সন্দেহ শুরু হয় এলাকার একটি বাড়ি ঘিরে। যেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে মনে করা হয়। এরপরই সেই বাড়ি ঘিরে নিরাপত্তাবাহিনী গোলাবর্ষণ শুরু করে। যার জেরে ৩ জঙ্গিকে নিকেশ করেছে সেনা।
ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। যখন জঙ্গিরা সেনার জয়েন্ট যৌথ চেকপোস্টে হমালা চালায় জঙ্গিরা। পাল্টা জঙ্গিদের নিশানা করতে ছাড়েনি সেনা। আর এইভাবে দু'পক্ষেরগুলির লড়াইয়ে প্রথম এক পুলিশ কর্মী এএসআই বাবু রামের মৃত্যু হয়। উল্লেখ্য, জানা গিয়েছে একটি যৌথ নাকা চেকিং বাহিনীর উপর প্রথমে জঙ্গিরা নিশানা করে।
জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে রুদ্ধশ্বাস এনকাউন্টারে কেঁপে উঠল শ্রীনগর। সেখানের পান্থ চকে এদিন এক পুলিশকর্মী শহিদ হন। মুহূর্তে সেনা পাল্টা জবাব দেয় জঙ্গিদের। আর তার সঙ্গেই ৩ জঙ্গির মৃত্যু হয়েছে।
Post a Comment