দু’টি নদীতে অতি-জলপ্রবাহের পরিমাণ যে ভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে, তাতে আগামী দিনে আরও ঘন ঘন, আরও ভয়াল বন্যায় প্লাবিত হয়ে যাবে পশ্চিম হিমালয়ে এই দু’টি নদীর অববাহিকা। হরিদ্বারের পর থেকেই ভাগীরথী হয়ে গিয়েছে গঙ্গা।
উষ্ণায়নের জন্য পশ্চিম হিমালয়ের দু’টি নদী ভাগীরথী ও শতদ্রুতে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে অতি-জলপ্রবাহের পরিমাণ। তার সঙ্গে তাল মেলাতে পারছে না দু’টি নদীর জলধারণ ক্ষমতা। ফলে, ২০১০ থেকে শুরু করে পরের ১০ বছরে একের পর এক ভয়াল বন্যা হয়েছে ওই দু’টি নদীর অববাহিকায়। বেড়েছে হড়কা বানের (‘ফ্ল্যাশ ফ্লাড’) ঘটনা ও প্রাবল্য।দু’টি নদীতে অতি-জলপ্রবাহের পরিমাণ যে ভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে, তাতে আগামী দিনে আরও ঘন ঘন, আরও ভয়াল বন্যায় প্লাবিত হয়ে যাবে পশ্চিম হিমালয়ে এই দু’টি নদীর অববাহিকা। জাতীয় স্তরে সাম্প্রতিক একটি গবেষণা এই আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছে। হরিদ্বারের পর থেকেই ভাগীরথী হয়ে গিয়েছে গঙ্গা।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ। গবেষকদলে রয়েছেন এনআইএইচ-এর প্রাক্তন অধিকর্তা শরদ জৈন, সঞ্জয় জৈন, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক এ ডিমরি এবং পার্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেব নিয়োগী।
একটি মন্তব্য পোস্ট করুন