নিজস্ব সংবাদদাতা হুগলী- এই মুহুর্তের সবথেকে বড় খবর। সোমবার সকালে হুগলীর চুঁচুড়ায় বাসের সিটে বসা অবস্থায় উদ্ধার হল চালকের রক্তাক্ত, ঝুলন্ত মৃতদেহ। জানা গেছে চুঁচুড়ার খাগরাজোল এলাকার বাসিন্দা মৃত ওই ব্যক্তির নাম সেখ মহরম আলি(৪৪)। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারাই তাকে প্রথম বাসের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান।এরপর থেকেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতদেহ দ্যাখার জন্য মানুষের ভীর জমা হয় বাস স্ট্যান্ড চত্বরে, পুলিস গিয়ে অবস্থা আয়ত্তে আনে।
জানা গেছে, মৃত ব্যক্তি পুলিশ লাইনের বাস চালাতেন। আর এদিন সেই বাসের মধ্যেই তার রক্তাক্ত, ঝুলন্ত দেহ পাওয়া যায়।
সোমবার সকালে বাসের মধ্যে দু'পাশের সিটের মাঝের যাতায়াতের জায়গায় অস্বাভাবিকভাবে বসা অবস্থায় পাওয়া যায় মহরমের মৃতদেহ। তাঁর জামায় ছিলো রক্তের দাগ। পাশাপাশি বাসে যাত্রীদের ধরার হাতল থেকে বাঁধা একটি সরু দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিলো। মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আত্মহত্যা নয় খুন করা হয়েছে মহরম কে।ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।
Post a Comment